Thursday, August 21, 2025

আর কয়েক ঘন্টা পরই আইপিএলের(IPL) ফাইনাল। সেই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে পৌঁছেছে। কিন্তু সেখানেও কী বাধ সাধতে পারে বৃষ্টি(Rain)। শোনা যাচ্ছে ফাইনালেও নাকি রয়েছে বৃষ্টির(Rain) ভ্রুকুটি। এমনকি ম্যাচ শুরুর আগেই সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর সেটা যে খানিকটা হলেও চিন্তায় ফেলবে সকলকে তা বলার অপেক্ষা রাখে না। অ্যাকু ওয়েদারের রিপোর্ট অনুযায়ী সন্ধে ছটার সময় নাকি ৫১ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃষ্টির(Rain) অজুহাত দিয়েই ইডেন থেকে ম্যাচ সরানো হয়েছিল। বলা হয়েছিল আহমেদাবাদে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাকি নেই।  প্লেঅফের ম্যাচ সেই বৃষ্টির জন্যই দু ঘন্টারও বেশি সময় পিছিয়ে গিয়েছিল। এবার কী ফাইনালেও তেমন কিছু হতে পারে। যদিও ম্যাচের সময় অবশ্য বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু তার আগে ভারী বৃষ্টি হতে পারে বলেই নাকি পূর্বাভাস রয়েছে।

এমনটা হলে ম্যাচ শুরু কী নির্ধারিত সময়ে সম্ভব। আহমেদাবাদের(Ahmedabad) স্টেডিয়ামের আউট ফিল্ড শুকোনোর ব্যবস্থা যে খুব একটা ভাল নয় তা আগেই বারবার দেখা গিয়েছে। এদিন যদি সত্যিই ম্যাচ সুরুর আগে ভারী বৃষ্টিপাত হয়, তবে ম্যাচের সময় যে ফের একবার পিছিয়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না।

আবার ম্যাচের সময় যদি প্রবল বৃষ্টি হয় সেক্ষেত্রে রিজার্ভ ডে-তেও ম্যাচ চলে যেতে পারে পারে। ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নামবে পঞ্জাব কিংসের বিরুদ্ধে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version