পাকিস্তানের সন্ত্রাসবাদ, পহেলগাম হামলা ও অপারেশন সিন্দুর-এর কথা বিশ্ববাসীকে জানাতে সংসদীয় সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্য হয়ে পাঁচটি দেশে সফর সেরে মঙ্গলবার রাতে কলকাতা পৌঁছলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, বিদেশমন্ত্রী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের ডাক দিয়েছেন। কিন্তু জরুরি কাজে রাজ্যে ফিরে এসেছেন অভিষেক। সেই কারণে তিনি তাঁর অভিজ্ঞতা এবং মতামত লিখিতভাবে বিদেশ মন্ত্রকে জানাবেন।
সফর সেরে মঙ্গলবার অধিক রাতে কলকাতায় (Kolkata) ফেরেন অভিষেক (Abhishek Bandyopadhyay)। সেখানে সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করলে, তিনি জানান, বিদেশমন্ত্রী প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করবেন। তবে সেই বৈঠকে উপস্থিত থাকতে পারছেন না অভিষেক। ইতিমধ্যেই রাজ্যে উপনির্বাচন ঘোষণা হয়েছে। একই সঙ্গে অভিষেকের সংসদীয় এলাকার ডায়মন্ড হারবারেও কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। সেই কারণেই তিনি কলকাতায় ফিরে এসেছেন। তবে এই সফর সম্পর্কে তাঁর যা অভিজ্ঞতা এবং মতামত সেটা তিনি লিখিত আকারে বিদেশ মন্ত্রককে জানিয়ে দেবেন। এবং সেটা জানানোর পরে তিনি সংবাদ মাধ্যমকেও সে সম্পর্কে জানাবেন।
–
–
–
–
–
–
–
–
–
–
–