বেঙ্গালুরুতে RCB-র সেলিব্রেশনে মর্মান্তিক দুর্ঘটনা

Date:

Share post:

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) চ্যাম্পিয়ন হওয়াকে ঘিরে সেলিব্রেশনের মাঝেই বেঙ্গালুরুতে মর্মান্তিক ঘটনা। সেলিব্রেশনকে ঘিরে স্টেডিয়ামের বাইরে চূড়ান্ত বিশৃঙ্খলা।  শোনা যাচ্ছে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে অন্তত ১১ জন নাকি ইতিমধ্যেই মারা গিয়েছেন। সেইসঙ্গে ২৪ জনের মতো আহত হয়েছে। গত মঙ্গলবারই চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই থেকেই বেঙ্গালুরুতে শুরু হয়েছিল চ্যাম্পিয়নশিপের(Championship) সেলিব্রেশন। বুধবার বিরাট কোহলিদের শহরে ফেরার অপেক্ষায় ছিল সকলে। সেখানেই বিরাট কোহলিদের স্বাগত জানাতে গিয়ে দূর্ঘটনা। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরেই বিরাটদের দেখার জন্য সমর্থকদের হুড়োহুড়ি। আর সেই সময়ই নাকি এতবড় দুর্ঘটনা।

আরসিবির(RCB) চ্যাম্পিয়নশিপকে নিয়ে এদিন বেঙ্গালুরুতে বিরাট ভিকট্রি প্যারেডের আয়োজন হয়েছিল। সেখানেই প্রিয় ক্রিকেটারদের দেখার জন্য রাস্তায় নেমেছিল অগুন্তী আরসিবি সমর্থকরা। সেই সময় ঘটে বিপত্তি। প্রিয় দলকে দেখার জন্য হঠাতই শুরু হয় হুড়োহুড়ি। সেখানেই পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয় পুলিশ।এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী নাকি পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন তিন জন। এদিন অবশ্য ওপেন বাস ভিকট্রি প্যারেডও বাতিল করেছিল বেঙ্গালুরু পুলিশ। কিন্তু সেখানেও দূর্ঘটনা এড়ানো সম্ভব হল না।

তিনজনের প্রাণ হারানোর খবরের পাশাপাশি শোনাযাচ্ছে বহু লোকও নাকি আহতও হয়েছে এই ঘটনায়। মাঠে প্রবেশের জন্য এদিন বিসেশ পাসের ব্যাবস্থা করা হয়েছিল। কিন্তু ১৮ বছর পর চ্যাম্পিয়ন হয়ে ফিরেছে বেঙ্গালুরু। তাদেরকে দেখতে রাস্তায় নেমেছে কার্যত গোটা শহর। আর বিরাট কোহলিরা নামার পর থেকেই উত্তেজনা ক্রমশ বাড়তে শুরু করেছে। সেই পরিস্থিতিতে হুড়োহুড়িতেই কার্যত বলি তিন ক্রিকেট সমর্থক। শেষ পাওয়া খবর অনুযায়ী পদপিস্ট হয়েই মারা গিয়েছেন ১১ জন। তবে এই সংখ্যাটা আরও বাড়তেই পারে। সেলিব্রেশনের মুহূর্ত হঠাতই যেন বদলে গেল বিষাদে।

spot_img

Related articles

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সহজ জয়, কোন অঙ্কে বিশ্বকাপের সেমিতে ভারত?

ভাইফোঁটার দিনেই মহিলাদের একদিনের বিশ্বকাপে(ICC Women World cup) সেমিফাইনালে স্থান নিশ্চিত করল ভারত। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডকে ৫৩...

সিরিজ হারের দিনেই বিরাট প্রশ্ন কোহলির ভবিষ্যৎ নিয়েও

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয়একদিনের ম্যাচে হারতে হয়েছে ভারতীয় দলকে(India Team)। সেই সঙ্গে সিরিজ হাতছাড়া হয়ে গিয়েছে। তবে দ্বিতীয় ম্যাচে...

ইস্টবেঙ্গলকে টিপ্পনি দেবাশিসের, ফেডারেশনকে তোপ সৃঞ্জয়ের

আইএফএ শিল্ড(IFA Shiled) জয়ের জন্য ভাইফোঁটার বিকেলে পতাকা উত্তোলন হল মোহনবাগান ক্লাবে (Mohunbagan) । পতাকা উত্তোলন করলেন ক্লাবের...

ফের শূন্যতেই আউট, বিরাট প্রশ্নের মুখে কোহলির কেরিয়ার

রানের খরা কিছুতেই কাটছে না বিরাট কোহলির(Virat kohli)। পারথের পর অ্যাডিলেড। ০ রানেই আউট হলেন কিং কোহলি। সেই...