মার্কিন মুলুকে ফের বন্দুকবাজের হামলা (Gunman attacks in the USA) । মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় সাড়ে আটটা নাগাদ ফ্লেমিংটন ও জাকারি রোডসের কাছে, রানি অ্যাভিনিউ ও অ্যালেন রোডের কাছে এক বন্দুকবাজ হামলা চালায় বলে। টরন্টো পুলিশ (Toronto Police)সূত্রে জানা গেছে। এখনও পর্যন্ত অন্তত ১ জনের মৃত্যু ও ৫ জনের আহত হওয়ার কথা জানা গেছে। পলাতক অভিযুক্ত।
বারবার বন্দুকবাজের হামলার জেরে রক্তাক্ত হতে হচ্ছে আমেরিকাকে। মঙ্গলের ঘটনায় হামলাকারীর সম্পর্কে বিশদে কিছু জানা যায়নি। রানি অ্যাভিনিউ ও অ্যালেন রোডের কাছাকাছি অঞ্চলে তল্লাশি চালাচ্ছে পুলিশ। কী উদ্দেশ্যে এই হামলা তা স্পষ্ট নয়। ডিসেম্বর থেকে জুন পর্যন্ত এই নিয়ে চার থেকে পাঁচ বার এই ধরনের ঘটনা ঘটল আমেরিকার বুকে।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–