Thursday, August 21, 2025

বেঙ্গালুরুর পদপিষ্টের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

বেঙ্গালুরুতে(Bangalore) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) সংবর্ধনা ঘিরে চিন্নাস্বামীর স্টেডিয়ামের বাইরে চূড়ান্ত বিশৃঙ্খলা। পদপিষ্ট হয়ে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ১১ জন। আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বহু। এমন অনাকাঙ্খিত ঘটনাতেই শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)। সেইসঙ্গে স্বজন হারিয়েছেন যারা তাদের প্রতি সহানুভূতিও জানিয়েছে প্রধানমন্ত্রী(Prime Minister)। একইসঙ্গে সমবেদনা জানানোর পাশাপাশি মৃতদের পরিবারের জন্য আর্থিক সাহায্য প্রদানের ঘোষণা কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া(Siddaramaiah)। এছাড়াও আহতদের বিনা পয়সায় চিকিৎসার বার্তা দিয়েছেন তিনি।

গত মঙ্গলবার প্রথমবার আইপিএল(IPL) চ্যাম্পিয়ন হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। সেই থেকেই সেলিব্রেশনের তোড়জোড়টা শুরু হয়ে গিয়েছিল। বিরাটরা ঘরে ফিরতেই তাদের নিয়ে একটা গ্র্যান্ড সেলিব্রেশনের আয়োজন করা হয়েছিল। আর তাতেই বিপত্তি। বিরাট কোহলিদের দেখার জন্য এবং সেলিব্রেশনের শরিক হতে রাস্তায় নেমেছিল অসংখ্য সমর্থকরা। সেখানেই যত বিপত্তি। সেই উৎসবের আবহেই স্টেডিয়ামের বাইরে জনসমুদ্র। আর তাতেই দেখা দিয়েছিল চূড়ান্ত বিশৃঙ্খলা। সংবর্ধনা উৎসব মুহূর্তের মধ্যে পরিণত হয় মৃত্যু মিছিলে। এখনও পর্যন্ত খবর পাওয়া অনুযায়ী প্রায় ১১ জন প্রাণ হারিয়েছেন।

প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “বেঙ্গালুরুতে যা হয়েছে সেটা সত্যিই হৃদয়বিদারক। যারা তাদের স্বজন হারিয়েছেন তাদের প্রতি আমার সহানুভূতি। যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করি”।

অন্যদিকে এমন ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া(Siddaramaiah)। সাংবাদিক সম্মেলন করে তিনি জানিয়ে দিয়েছেন যে নিহত হয়েছেন ১১ জন এবং আহত হয়েছেন ৩৩ জন। কর্ণাটকের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “চিন্নাস্বামী স্টেডিয়ামের কাছেই এই ঘটনা হয়েছে। তা খুবই হৃদয়বিদারক। যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য সরকারের তরফ থেকে ১০ লক্ষ টাকার আর্থিক সাহায্য এবং আহতদের বিনা খরচে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে”।

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...
Exit mobile version