উত্তরবঙ্গের কংগ্রেসে (Congress) জোর ধাক্কা। হাত ছেড়ে জোড়াফুলে বর্ষীয়ান নেতা শঙ্কর মালাকার (Shankar Malakar)। বুধবার তৃণমূল ভবনে তৃণমূলের রাজ্য় সম্পাদক সুব্রত বক্সি (Subrata Bakshi) এবং মন্ত্রী অরূপ বিশ্বাসের (Arup Biswas) হাত ধরে তৃণমূলে (TMC) যোগ দেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উন্নয়নের মডেলের কারণেই তৃণমূলে যোগ- জানালেন শঙ্কর (Shankar Malakar)। একই সঙ্গে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। কংগ্রেস হাইকম্যান্ডও বাংলা নিয়ে উদাহীন বলে অভিযোগ প্রাক্তন কংগ্রেস নেতার।
পাল্টা প্রদেশ কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগেন শঙ্কর। ক্ষোভ উগরে বলেন, “একটা অযোগ্য প্রদেশ কংগ্রেস। এই প্রদেশ কংগ্রেসের অবস্থা যা তারা কারও সাথে লড়াই করতে পারবে না।” একই সঙ্গে তিনি জানান, “একা বা কয়েকজন মিলে কংগ্রেস শক্তিশালী হবে না। মাত্র ৩% ভোট দিয়ে হবে না কংগ্রেসের। দিল্লি বিজেপির বিরুদ্ধে কিছু বলে না।”
ছাব্বিশ ভোটের আগে শঙ্কর মালাকার শিবির বদলানো কংগ্রেসকে আরও খাদের কিনারায় নিয়ে গেল বলে মত রাজনৈতিক মহলের।-
–
–
–
–
–
–
–
–