Thursday, August 21, 2025

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আলিপুরদুয়ারে এসে বাংলার বিরুদ্ধে কুৎসা ও অপপ্রচার চালিয়ে গিয়েছেন। বাংলাকে অসম্মান করেছেন। তার বিরুদ্ধে পাল্টা প্রচারে নতুন কর্মসূচি নিল তৃণমূল কংগ্রেস। পাঁচ ভাষায় লিফলেট (leaflet) ছাপিয়ে তৃণমূল এবার নামছে বুথ (booth) চলো কর্মসূচিতে।

অপারেশন সিঁদুর (Operation Sindoor) নিয়ে রাজ্যে প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সুপরিকল্পিতভাবে বাংলার বদনাম করে গিয়েছেন। তৃণমূল কংগ্রেস সেই কুৎসা ও অপপ্রচারের বিরুদ্ধে কোমর বেঁধে প্রচারে নামছে এবার। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর ছোড়া প্রতিটি তিরের জবাব দিয়েছেন একে একে। এবার ‘কুৎসা’র জবাবে পালটা ‘বুথ চলো’ কর্মসূচি শুরু করছে তৃণমূল। এই কর্মসূচিতে পাঁচ ভাষায় লিফলেট (leaflet) ছাপিয়ে বুথে বুথে (booth) বিলি করবে দলের নেতাকর্মীরা।

আবার এই কর্মসূচি চলাকালীনই আলিপুরদুয়ার জেলায় যেতে পারিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সাংগঠনিক রদবদলের পর জেলার নতুন সভাপতি ও চেয়ারম্যান দায়িত্ব পাওয়ার পর মঙ্গলবার প্রথম বৈঠকে বসে তৃণমূল। এই সভা থেকেই তৃণমূল নয়া কর্মসূচি ঘোষণা করে। সভাপতি প্রকাশ চিক বরাইক বলেন, প্রধানমন্ত্রী জেলায় এসে শুধু রাজনৈতিক মিথ্যাচার করে গিয়েছেন। আমরা বুথে বুথে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দেব। সরকারের উন্নয়ন প্রকল্প বাংলা (Bengali), হিন্দি (Hindi), সাদরি (Sadari), নেপালি (Nepali) ও ইংরাজি (English) ভাষায় লিফলেটে ছাপিয়ে ‘বুথ চলো’ অভিযান করব।

তিনি বলেন, প্রধানমন্ত্রী জেলার আদিবাসী, গোর্খা, মেচ, রাভা-সহ কোনও জনজাতির জন্য কিছু ঘোষণা করেননি। জেলার মানুষ বিজেপির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন। শীঘ্রই তৃণমূল ‘বুথ চলো’ অভিযানে বিজেপির সব মুখোশ খুলে দেবে। এই অভিযানের মাধ্যমে বাড়ি বাড়ি প্রচারে জনসংযোগও গড়ে তুলবে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবারই জেলা তৃণমূলের সভাপতি প্রকাশ চিক বরাইক জানান, নতুন এই কর্মসূচি চলাকালীন জেলা সফরে আসতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রস্তুতিও চলছে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version