Friday, November 7, 2025

ফের বাংলার জয়জয়কার! রাজ্যের কোচিং সেন্টারে পড়ে উত্তীর্ণ ১০ পড়ুয়া! সংবর্ধনা সরকারের

Date:

সিভিল সার্ভিসেস পরীক্ষা ২০২৪-এ নজরকাড়া সাফল্য পেল পশ্চিমবঙ্গ। দেশজুড়ে মেধাতালিকায় উজ্জ্বল হয়ে উঠেছেন রাজ্যের দুই কৃতী— মেঘনা চক্রবর্তী এবং ঊর্মি সিনহা। তাঁদের সাফল্যে গর্বে ভাসছে বাংলা।

মডার্ন হাইস্কুলের প্রাক্তনী মেঘনা চক্রবর্তী এই পরীক্ষায় পেয়েছেন ৭৯-তম স্থান। ইন্টারভিউ রাউন্ডে তিনি পেয়েছেন ২১৫ নম্বর, যা এই বছর দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ নম্বর। সর্বোচ্চ নম্বর ছিল ২১৬। এক নম্বরের ব্যবধানে দেশের সেরা ইন্টারভিউ পারফরমারদের তালিকায় উঠে এসেছেন মেঘনা। তিনি পড়াশোনা করেছেন রাজ্য সরকারের সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার থেকে।

রাজ্য থেকে এ বছর মোট ১০ জন পরীক্ষার্থী সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তাঁদের জন্য রাজ্য সরকারের তরফে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই মেঘনা বলেন, “আমি অন্ধকার আর অনিশ্চয়তায় ভরা একটা জায়গা থেকে উঠে এসেছি। কিন্তু এই জায়গায় পৌঁছনোর জন্য যে কষ্ট আর সংগ্রামের প্রয়োজন, সেটা কি কখনও আমরা ভুলে যেতে পারব?”

প্রসঙ্গত, মেঘনার এটি ছিল দ্বিতীয় প্রয়াস। প্রথমবার ইন্টারভিউ পর্যন্তও পৌঁছতে পারেননি। তিনি সেন্ট স্টিফেন্স কলেজ থেকে স্নাতক এবং জেএনইউ থেকে স্নাতকোত্তর সম্পূর্ণ করেছেন।

অন্যদিকে, ঊর্মি সিনহা প্রথমবার পরীক্ষায় বসেই পেয়েছেন ১৭০-তম স্থান। শৈশব থেকেই তাঁর স্বপ্ন ছিল আইএএস হওয়ার। সেই স্বপ্ন পূরণের দিনে সংবর্ধনা মঞ্চে মায়ের চোখে জল দেখে আবেগ ধরে রাখতে পারেননি তিনিও।

আরও পড়ুন – ধর্মের বেড়াজাল, অসুখের চোখরাঙানি পেরিয়ে কলকাতার রকির সঙ্গে বিবাহবন্ধনে হিনা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version