Wednesday, August 27, 2025

ধর্মের বেড়াজাল, অসুখের চোখরাঙানি পেরিয়ে কলকাতার রকির সঙ্গে বিবাহবন্ধনে হিনা

Date:

বিয়ে করলেন অভিনেত্রী হিনা খান। দীর্ঘদিনের প্রেমিক কলকাতার ছেলে রকি জয়সওয়ালের বিবাহ বন্ধনে টিনসেল টাউনের নায়িকা (Hina Khan Rocky Jaiswal Marriage) । বলিউড তারকা ক্যান্সার আক্রান্ত হওয়ার পর থেকে এখনও পর্যন্ত প্রতি মুহূর্তে প্রেমিকার হাত শক্ত করে ধরে রেখেছিলেন মহানগরের ব্যবসায়ী। দুজনে ধর্ম আলাদা, কিন্তু প্রেম তাতে বাধাপ্রাপ্ত হয়নি। অবশেষে চারহাত এক হল, বিবাহবন্ধনে আবদ্ধ হলেন রকি ও হিনা। যেভাবে এতদিন প্রেমিক কঠিন সময়গুলোতে পাশে থেকেছেন, আগামীতে যেন সেভাবেই বরের পাশে থাকার অঙ্গীকার করলেন বলিউড নায়িকা (Bollywood Actress)। বিবাহবাসরেই এক হল দুই ঠোঁট। কর্কট রোগ আর ধর্মের বেড়াজালকে তুড়ি মেরে উড়িয়ে চুমুর দিব্যি দিয়েই শুরু নতুন জীবন।

ক্যান্সারের তৃতীয় ধাপে রয়েছেন হিনা। লড়াইটা যে কঠিন সে কথা বলিউড অভিনেত্রী নিজেই বারবার জানিয়েছেন। প্রেমিক প্রথম থেকেই তাঁকে আগলে রেখেছেন। তাই মারণ রোগের সঙ্গে লড়াই করতে করতেও কখনও মনোবল হারাননি বিটাউনের নায়িকা। অসুস্থ শরীরেও কখনও ব়্যাম্পে হেঁটেছেন তো কখনও বা আবার মক্কায় উমরাহ পালন করতে গিয়েছে অভিনেত্রীকে। রকি কখনও প্রেমিকার মুখে খাবার তুলে দিয়েছেন, কখনও আবার জীবনসঙ্গিনীর মানসিক অবস্থার কথা ভেবে নিজে মাথা কামিয়েছেন। অবশেষে ১৩ বছরের প্রেম পরিপূর্ণতা পেল। রকি জয়সওয়ালের সঙ্গে বিয়েটা সেরে ফেললেন অভিনেত্রী।

ধূসর রঙের লেহেঙ্গা আর মানানসই রুপো-হিরের জরোয়ার গয়নায় মোহময়ী লাগছিল ‘কলকাতার বৌমা’কে। রং বিলান্তি পোশাকে ব্যবসায়ী বর। প্রেমে আইনি সিলমোহর পড়ার পর সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করেছেন হিনা। তিনি লিখেছেন, “দুটি ভিন্ন জগৎ থেকে, আমরা ভালোবাসার এক মহাবিশ্ব গড়ে তুলেছি। আমাদের পার্থক্যগুলো ম্লান হয়ে গেছে, আমাদের হৃদয় একত্রিত হয়েছে, জীবনের শেষপ্রান্তে বন্ধন তৈরি হল। আমরা আমাদের ঘর, আমাদের আলো, আমাদের আশা। আমরা সমস্ত বাধা অতিক্রম করেছি। আজ, আমাদের প্রেমে আইনি সিলমোহর পড়ল। স্বামী-স্ত্রী হিসেবে আপনাদের সকলের আশীর্বাদ কামনা করছি।” নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা।

 

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

২৭ অগাস্ট (বুধবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

জম্মুতে প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যুতে শোকপ্রকাশ মমতার, কেন্দ্রকে প্রশ্ন ওমরের

প্রবল প্রাকৃতিক দুর্যোগের শিকার ভূস্বর্গ। প্রকৃতির রোশ থেকে রক্ষা পাননি তীর্থযাত্রীরাও। মাতা বৈষ্ণোদেবী মন্দিরের পথে তীর্থযাত্রীদের মৃত্যুর ঘটনায়...

গণেশ চতুর্থীর বিকেলে ঝড়-বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের! 

ভাদ্রের রোদে বাড়ছে গরম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দুপুর ১২ টার পর তাপমাত্রা ৩২ ডিগ্রির আশেপাশে...

জীবন যুদ্ধে লড়াই ক্যানসারের সঙ্গে, কেমন আছেন বিশ্বকাপজয়ী ক্লার্ক?

ক্রিকেটের ২২ গজে অবিস্মরীণ ইনিংস উপহার দিয়েছেন। অস্ট্রেলিয়া(Australia) দলের বহু স্মরণীয় জয়ের নায়ক তিনি। এমনকি ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে...
Exit mobile version