সম্প্রতি সুতাহাটা থানার দুর্বাবেড়িয়া থেকে উদ্ধার হয় ১০টি উট। সেই উট নিয়ে কার্যত হিমশিম খাচ্ছে পুলিশ। সুতাহাটা থানার সামনেই রয়েছে ৯টি উট। একটি অসুস্থ থাকায় দুর্বাবেড়িয়াতেই নজরদারিতে রাখা হয়েছে। সমস্ত উটের দানাপানি এবং চিকিৎসা নিয়ে কার্যত বেগ পাচ্ছেন পুলিশ এবং প্রাণিসম্পদ দফতরের কর্মীরা। জানা গিয়েছে, উটগুলি চোরাপথে সুতাহাটায় আনা হয়েছিল। বিক্রির জন্য সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিলে একটি সংস্থার তরফে থানায় অভিযোগ জানানো হয়। এরপরই উদ্ধার করা হয় উটগুলিকে। পরে প্রাণিসম্পদ দফতরের হাতে দেখভালের দায়িত্ব দেওয়া হয়। তবে একসঙ্গে দশটি উটের দেখভাল করতে হিমশিম খাচ্ছেন দফতরের কর্মীরা। রোজ সকাল-সন্ধ্যা নিয়ম করে দেওয়া হচ্ছে গাছের ডাল-পাতা, শরীর সুস্থ রাখতে চলছে চিকিৎসা। দিনে একবার অন্তত প্রাণী চিকিৎসক এসে উটেদের শারীরিক অবস্থা দেখে যাচ্ছেন। এদিকে হলদিয়া মহকুমা আদালতে বুধবার ছিল উট নিয় মামলার শুনানি। সেখানে আদালত উটগুলিকে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে। এই নির্দেশ আসায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে পুলিশ ও প্রাণিসম্পদ দফতরের কর্মীরা। অতিরিক্ত পুলিশ সুপার (হলদিয়া) মনোরঞ্জন ঘোষ জানান, মূলত একটি সংস্থার অভিযোগের ভিত্তিতে উটগুলি উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। এই কারবারের সঙ্গে যুক্তদের খোঁজ চলছে।
আরও পড়ুন – বাংলার বকেয়ার দাবিতে সোমে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী
_
_
_
_
_
_
_
_
_
_
_
_
_.
_