Sunday, November 16, 2025

সিএবি প্রথম ডিভিশন চ্যাম্পিয়নশিপ ফাইনাল ঘিরে ইডেনে ধুন্ধুমার

Date:

Share post:

সিএবি প্রথম ডিভিশন লিগ(CAB First Division League) ফাইনাল চলছে। আর সেখানে প্রতিটিনই ঘটনার ঘনঘটা। ম্যাচের শেষ দিন তো কার্যত রণক্ষেত্র ইডেন গার্ডেন্স(Eden)। স্লেজিংয়ে জড়ালেন ক্রিকেটাররা, আর তাতেই হাতাহাতিতে জড়িয়ে পড়লেন ইস্টবেঙ্গল(Eastbengal) এবং ভবানীপুরের(Bhawanipur) দুই কর্তা। ম্যাচ ঘিরে ইডেন(Eden) যেন ক্রমশই উত্তপ্ত হয়ে পড়েছে। যদিও শেষপর্যন্ত সিএবির কর্তাদের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। কিন্তু এমন ঘটনা দেখে সকলেই হতবাক।

শেষদিন বৃষ্টির জন্য খেলা বারবারই বিঘ্নিত হচ্ছে। যে মুহূর্তে এই প্রতিবেদন লেখা হচ্ছে তখনও বৃষ্টির জন্য খেলা বন্ধ রয়েছে। সেই পরিস্থিতিতেই কার্যত ধুন্ধুমার ইডেন গার্ডেন্স(Eden Gardens)। এমনকী শেষপর্যন্ত হাতাহাতি পর্যন্ত ছড়ায় সেই ঘটনা। ভবানীপুরের এক কর্তার হাত কেটে গিয়েছে। অন্যদিকে জামা ছিঁড়ে গিয়েছে ইস্টবেঙ্গল(Eastbengal) কর্তার।

ম্যাচ যখন বৃষ্টিতে বন্ধ হয় সেই সময় ড্রেসিংরুমে ফেরার পথ ভবানীপুরের এক ক্রিকেটার এবং ইস্টবেঙ্গলের এক ক্রিকেটার নিজেদের মধ্যে বচসায় জড়ায়। এরপরই সেই ঘটনার রেষ ধরেই হাতাহাতিতে জড়ি.ে পড়েন ইস্টবেঙ্গল এবং ভবহানীপুরের দুই কর্তা। সেই ঘটনায় বিরাট আকার নেয়। শেষপর্যন্ত পরিস্থিতিতে সামাল দিতে আসরে নামতে হয় সিএবি কর্তাদেরও।

তাদের মধ্যস্থতাতেই পরিস্থিতি ধীরে ধীরে আয়ত্তে আসে। এরপরই পুলিশ বসানো হয় দুই ড্রেসিংরুমের মাঝে। এই মুহূর্তে একেবারেই হারের সামনে দাঁড়িয়ে রয়েছে ইস্টবেঙ্গল। বৃষ্টিতে খেলা বন্ধ রয়েছে এখন। সেই মুহূর্তেই ইস্টবেঙ্গলের রান ৮ উইকেটে ২৪৩। পিছিয়ে রয়েছে ৪০০ রানে।

বৃষ্টিতে খেলা যদি একেবারেই না হয়, তবে ভবানীপুরের সঙ্গে যুগ্ম চ্যাম্পিয়ন হবে ইস্টবেঙ্গল। এবারের ফাইনালে বারবারই সমস্যা তৈরি হয়েছে। প্রথম দিন ভবানীপুরের ক্রিকেটারকে আউট দেওয়ার পরই সাজঘরে থেকে তাঁকে ফিরিয়ে নিয়ে আসা। আবার আরেকদিন ইস্টবেঙ্গলের বোলাররা এক ঘন্টায় মাত্র তিন ওভার বোলিং করেছিল। প্রম দিন থেকেই বারবার পরিস্থিতি উত্তপ্ত হয়েছে এই ম্যাচ ঘিরে। এবার শেষপর্যন্ত হাতাহাতিতে পৌঁছল তারা।

spot_img

Related articles

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...