Sunday, August 24, 2025

বেঙ্গালুরুতে পদপিষ্ট বেড়ে ১২, ক্যামেরার সামনেই কেঁদে ফেললেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী

Date:

আরসিবির(RCB) বিজয় উৎসব পরিণত হয়েছে বিষাদে। এক ভয়াবহ ঘটনায় সমস্ত আনন্দ ম্লান হয়েছে। নিজেকে এবার সামলে রাখতে পারলেন না কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার(DK Shivakumar)। বুধবার রাত পর্যন্ত সংখ্যাটা ছিল ১১, সেটাই বৃহস্পতিবার বেড়ে ১২। এই ঘটনার বিবৃতি দিতে গিয়ে কেঁদে ফেললেন কর্ণাটকের উপ মুখ্যমন্ত্রী। কিছুতেই যেন এই ঘটনা মেনে নিতে পারছেন না কর্ণাটকের মুখ্যমন্ত্রী। আরসিবির সেলিব্রেশনে যে ১২ জন মারা গিয়েছেন তার মধ্যে রয়েছে এক শিশুও। আর সেটাই যেন মেনে নিতে পারছেন না ডিকে শিবকুমার(DK Shivakumar)।

আইপিএল(IPL) চ্যাম্পিয়ন হওয়ার পরই গ্র্যান্ড সেলিব্রেশনের আয়োজন করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। চ্যাম্পিয়ন হওয়ার পরের দিনই সেই আয়োজন করেছিল তারা। আরসিবি ব্রিগেড শহরে ফিরেই প্রথমে গিয়েছিলেন বিধান সভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে। এরপরই চিন্নাস্বামী স্টেডিয়ামের উদ্দেশে যাত্রা করে তারা। সেখানেই মানুষের ঢল নেমেছিল।

চিন্নাস্বামী স্টেডিয়ামে সমর্থকদের প্রবেশের পরও অগুন্তী মানুষ ছিল বাইরের দিকে। সেখানেই চাপ ক্রমশ বাড়তে থাকে এবং পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। সেখানেই হুড়োহুড়িতে প্রাণ হারান ১২ জন। যাদের মধ্যে রয়েছে একটি শিশুও। বৃহস্পতিবারই সাংবাদিক সম্মেলন করলেন উপ মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। সেখানেই এই ঘটনার বিবরণ দিতে গিয়ে কেঁদে ফেলেন তিনি। কাঁদতে কাঁদতে তিনিই বলেন যে এই ঘটনা ঘটে যাওয়ায় সকলের জেতার আনন্দে মনকে ভেঙে দিয়ে গিয়েছে।

ডিকে শিবকুমার জানান, “আমরা এই ঘটনা থেকে অবশ্যই ভবিষ্যতের জন্য শিক্ষা নিয়েছি। মৃতদেহ নিয়ে বিরোধীরা রাজনীতি করছে, ওদের করতে দিন। যাই হোক ছোট্ট বাচ্চা মারা গিয়েছে, এটা চোখে দেখা যাচ্ছে না। আমি বাবা-মায়ের সঙ্গে কষ্ট নিজের চোখে দেখেছি”।

এই ঘটনায় সকলেই শোকাহত। ইতিমধ্যেই কর্ণাটক সরকারের তরফে জানানো হয়েছে যে মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা দেওয়া হবে। সেইসঙ্গে আহতদের চিকিৎসাও করা হবে বিনা খরচে।

Related articles

রবির দুপুরে ব্যাহত এয়ারটেল পরিষেবা, বিপাকে গ্রাহকরা

ছুটির দুপুরে সমস্যায় পড়লেন এয়ারটেল (Airtel Telecom) টেলিকম গ্রাহকরা। বেশ কয়েক ঘণ্টার জন্য দেশজুড়ে ব্যাহত হল পরিষেবা। বন্ধ...

মোদির মঞ্চ আলো করে দলবদলুরা! বিজেপিকে কেন ভোট দেবে মানুষ: দিলীপ ঘোষ

প্রধানমন্ত্রীর মঞ্চে কারা ছিলেন, ভালো করে দেখবেন সবকটা দলবদলু। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), তাপস রায়, অর্জুন সিং (Arjun...

পদ্মবিভীষণ! দেশের প্রয়াত অর্থমন্ত্রীকে চরম অশ্রদ্ধা বিজেপি নেত্রী অগ্নিমিত্রার

কতটা অশ্রদ্ধা থাকলে দেশের প্রাক্তন মন্ত্রী তথা নিজের দলের জাতীয় নেতাকে একজন বিধায়ক সম্মান জানাতে গিয়েও নক্কারজনক শব্দ...

পথ দুর্ঘটনায় প্রয়াত জম্মু ও কাশ্মীরের ক্রিকেটার ফারিদ, সিসিটিভি ফুটেজ দেখেই হতবাক সকলে

পথ দুর্ঘটনাতে প্রয়াত জম্মু ও কাশ্মীরের(Jammu&Kashmir) ক্রিকেটার ফারিদ হুসেন(Frid Hussain)। তাঁর দুর্ঘটনার সিসিটিভ ফুটেজ প্রকাশ্যে আসতেই হৈচৈ পড়ে...
Exit mobile version