কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) শর্ত সাপেক্ষে জামিন পেলেন আইন পড়ুয়া শর্মিষ্ঠা পানোলি। অশোকা ইউনিভার্সিটির অধ্যাপক আলি খান মাহমুদাবাদের উদাহরণ তুলে ধরে জামিনের আবেদন করলে অন্তর্বর্তী জামিন মঞ্জুর (interim bail) হয় শর্মিষ্ঠার।
পহেলগাম হামলা (Pahalgam attack) পরবর্তীতে ইনস্টাগ্রামে বিদ্বেষমূলক পোস্ট করার কারণে একাধিক অভিযোগ দায়ের হয় কলকাতায়। সেই মতো কলকাতা পুলিশ তাঁকে গুরগাঁও থেকে গ্রেফতার করে। আদালতে পেশের পরে তাঁর জামিন না মঞ্জুর হয়। আদালতের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিলে পাল্টা জামিনের আবেদন করেন শর্মিষ্ঠা।
সেই মামলায় বৃহস্পতিবার বিচারপতি রাজা বসু চৌধুরির সামনে রাজ্যের তরফ থেকে দাবি জানানো হয়, তদন্তে নেমে অভিযুক্তকে পলাতক পাওয়া গিয়েছিল। সেক্ষেত্রে জামিন পেলে তিনি আবারও অসহযোগিতা করবেন। সেখানেই আদালত শর্ত দেয় নিয়মিত ম্যাজিস্ট্রেটের সঙ্গে সহযোগিতা করতে হবে শর্মিষ্ঠাকে। পহেলগাম হামলা পরবর্তীতে সোশ্যাল মিডিয়া পোস্টের কারণে গ্রেফতার হয়েছিলেন অধ্যাপক মাহমুদাবাদ। কিন্তু তিনিও জামিন পান। সেক্ষেত্রে শর্মিষ্ঠা জামিন (bail) না পেলে তাঁর মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা হবে, বলে দাবি করেন তাঁর আইনজীবী। সেখানেই শর্তসাপেক্ষে বৃহস্পতিবার জামিন পেলেন তিনি।
–
–
–
–
–
–
–
–
–
–
–