Wednesday, August 20, 2025

ইংল্যান্ডের(England) বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে নামবে ভারত(India)। সেখানেই এবার রোহিত শর্মা(Rohit Sharma), বিরাট কোহলিদের(Virat Kohli) মতো নাম নেই। এছাড়া ভারতীয় টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব এখন তরুণ শুভমন গিলের(Shubman Gill) ওপর। অনেকে যখন নানান কথাবার্তা বলছে এই নিয়ে, সেই মুহূর্তে খানিকটা উল্টো সুর প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের(Sourav Ganguly) মুখে। শুভমন গিলকে নিয়ে তিনি কিন্তু বেশ আশাবাদী।

একইসঙ্গে এই তরুণ ভারতীয় দলকে নিয়েও বেশ আশার কথাই শোনা গেল ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের মুখে। দলের সেরা দুজন তারকা নেই। যদিও তা নিয়ে চিন্তিত নন সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। তাঁর মতে ২০২১ সালে অস্ট্রেলিয়ার ব্রিসবেন এবং মেলবোর্ণেও ভারতীয় দল টেস্ট জিতেছিল। সেই দলেও অনেক তারকাই অনুপস্থিত ছিলেন। একইসঙ্গে শুভমন গিলের নেতৃত্ব নিয়েও বেশ আশাবাদী সৌরভ(Sourav Ganguly)।

আরও পড়ুন: প্রস্তুতি ম্যাচ খেলতে ইংল্যান্ডে কেএল রাহুল

সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, “২০২১ সালে ভারতীয় দল ব্রিসবেন এবং মেলবোর্নে টেস্ট জিতেছিল। সেই সময়ও দলে অনেকে ছিলেন না। বিশেষ করে বিরাট কোহলি ও রোহিত শর্মা সেই দলে ছিল না। ভারতে প্রতিভার খামতি নেই। এই দলও যথেষ্ট ভাল। আর অধিনায়ক হয়ে কেউ দলে আসে না। তৈরি হতে হয়। এটাই শুভমন গিলের প্রথম সুযোগ। আইপিএলে অধিনায়ক হিসাবে সফল হয়েছেন শুভমন গিল”।

ইংল্যান্ডের বিরুদ্ধে এই দলে অভিজ্ঞ হিসাবে রয়েছেন কেএল রাহুল, জসপ্রীত বুমরাহ এবং ঋষভ পন্থদের মতো নাম। তবে ইংল্যান্ডের মাটিতে সৌরভের মতে ভারতীয় দলের অন্যতম প্রধান অস্ত্র হয়ে উঠতে পারেন জসপ্রীত বুমরাহ। তাঁকে নিয়েই বিশেষ আশাবাদী ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক।

তিনি আরও জানান, “জসপ্রীত বুমরাহ যদি ফিট থেকে পাঁচটি টেস্টই খেলতে পারেন তবে আমি কিন্তু ভারতকে নিয়ে অত্যন্ত আশাবাদী”।

আগামী ২০ জুন থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামবে টিম ইন্ডিয়া। সেখানেই ভারতের ঝুলিতে সাফল্য আসে কিনা সেটাই দেখার।

Related articles

JPC-র ঢাল দিয়ে লোকসভায় পেশ কালো আইন: সরব বিরোধীরা

গায়ের জোরে ২০২৩ সাল থেকে একের পর এক বিল পাশ, আইন পাশ করানোই নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ মোদি...

অভিনেত্রী নয়, ‘নেত্রী’ হওয়ার জন্য আয়নার সামনে ভাষণ প্র্যাকটিস সাবিত্রীর!

বাংলা সিনেমা জগতের কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee) নাকি রাজনৈতিক নেত্রী হতে চেয়েছিলেন! আয়নার সামনে দাঁড়িয়ে রীতিমত...

হিটলারি আঘাত: ‘গণতন্ত্র হত্যাকারী’ সংশোধনী বিলের বিরোধিতায় গর্জে উঠলেন মমতা

“কালো দিন, কালো বিল“ লোকসভায় সংবিধান সংশোধনী বিল পেশ হওয়ার পরেই গর্জে উঠলেন বাংলা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC)...

দেশে ফেরা হল না! আফগানিস্তানে বাসে ভয়াবহ আগুন লেগে মৃত ৭৮ যাত্রী

ভয়াবহ দুর্ঘটনা আফগানিস্তানে। ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে জ্বলে উঠল আগুন। বিধ্বংসী অগ্নিকাণ্ড যাত্রীবোঝাই বাসে। মৃত্যু হয়েছে কমপক্ষে...
Exit mobile version