Wednesday, August 27, 2025

আসন্ন মরসুম শুরু হওয়ার আগেই দুই ফুটবলারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত মোহনবাগান সুপার জায়ান্টের(MBSG)। নুনো রেইজ(Nuno Reis) এবং ধীরজ সিংকে(Dheeraj Singh) ছেড়ে দিচ্ছে সবুজ-মেরুন ব্রিগেড(MBSG)। যদিও সেই জায়গায় নতুন কোন ফুটবলারদের নেওয়া হবে তা নিয়ে এখনও পর্যন্ত সেভাবে কিছু জানানো হয়নি। তবে সবুজ-মেরুন ব্রিগেড যে এবার বেশ জোরকদমেই দল গোছাতে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না।

এবারেই নুনো রেইজকে(Nuno Reis) দলে নিয়েছিল মোহনবাগান সুপারাজায়ান্ট(MBSG)। তাঁকে এএফসির কথা মাথায় রেখেই দলে নেওয়া হয়েছিল। কিন্তু এএফসিতে সাসপেন্ড হওয়ার ফলে শেষপর্যন্ত এই তারকা আইএসএলের জন্য আর রেজিস্টার করা হয়নি। যদিও দলের সঙ্গেই ছিলেন তিনি। শোনা যাচ্ছিল ম্যাচ টাইম পাচ্ছেন না বলে নুনো রেইজও নাকি বেশ হতাশ হয়ে পড়ছিলেন।

শেষপর্যন্ত তাঁকে সুপার কাপে খেলানো হয়েছিল। যদিও সেখানে মাত্র দুটো ম্যাচই খেলেছিল মোহনহাগান সুপারজায়ান্ট। সেখানে অবশ্য নিজের পারফরম্যান্স দিয়ে কোচ হোসে মোলিনাকে সেভাবে সন্তুষ্ট করতে পারেননি। কয়েকদিন আগেই ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠকে বসেছিলেন হোসে মোলিনা। সেখানেই কার্যত নুনো রেইজ, ধীরজ সিংদের নিয়ে নিজের মত জানিয়ে দিয়েছিলেন মোলিনা।

এরপরই নুনো রেইজকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট। সেইসঙ্গে ধীরজ সিংকেও ছেড়ে দেওয়া হয়েছে। এবার শোনা যাচ্ছে ধীরজ নাকি পঞ্জাব এফসিতে যাচ্ছে। আসন্ন মরসুমে সবুজ-মেরুন ব্রিগেড কেমন হয় সেদিকেই তাকিয়ে সকলে।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version