Sunday, August 24, 2025

নিকৃষ্টতম মিথ্যাচার: বিরোধীদের কুৎসার জবাবে শহরের পথে মহিলা তৃণমূল কংগ্রেস

Date:

রাজনৈতিকভাবে না পেরে তৃণমূলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে ব্যক্তিগত কুৎসা ও জঘন্য মিথ্যাচার শুরু করেছে বিরোধীরা। বিজেপি (BJP) থেকে প্রাক্তন কংগ্রেস (Congress) নেতাদের সোশ্যাল মিডিয়ায় (social media) এই মিথ্যাচারের প্রতিবাদে শুক্রবার পথে নামল মহিলা তৃণমূল কংগ্রেস। সংগঠনের রাজ্য সভানেত্রী ও মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের (Chandrima Bhattacharya) নেতৃত্বে প্রতিবাদে গর্জে উঠলেন মহিলা তৃণমূলের নেতা-কর্মীরা। বিকেল সাড়ে তিনটে নাগাদ দক্ষিণ কলকাতার ট্রাঙ্গুলার পার্ক থেকে শুরু হয় এই প্রতিবাদ মিছিল। হাজরা মোড়ে গিয়ে শেষ হয় মিছিল। চন্দ্রিমা ভট্টাচার্য ছাড়াও মিছিলে অংশ নেন, মন্ত্রী ডাঃ শশী পাঁজা, সাংসদ মালা রায়, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, বরো চেয়ারপার্সন চৈতালি চট্টোপাধ্যায়, কাউন্সিলর দেবলীনা বিশ্বাস, মৌসুমী দাস, মহিলা নেত্রী স্মিতা বক্সি প্রমুখ।

এছাড়া কয়েক হাজার মহিলা তৃণমূল কর্মী পোস্টার, ব্যানার, ফেস্টুন নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন। মিছিল থেকে সমস্বরে আওয়াজ ওঠে। বিজেপি-সহ বিরোধীদের এই নিকৃষ্টতম মিথ্যাচারের বিরুদ্ধে প্রায় প্রত্যেকেই প্রতিবাদ জানান। সংগঠনের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, আমাদের দলনেত্রী সম্পর্কে এই ধরনের কুৎসিত ও জঘন্য মিথ্যাচার হলে তার প্রতিবাদ হবেই।

আগামীদিনে এই প্রতিবাদ জেলায় জেলায় হবে বলেও জানান তিনি। মন্ত্রী শশী পাঁজাও (Shashi Panja) প্রতিবাদে সরব হন। যে বিজেপির নেতা বিধায়ক সাংসদরা মহিলাদের অপমান, ব্যঙ্গ-বিদ্রুপ, তা মুখে আনতেও কষ্ট হয়। একটি রাজনৈতিক দলের কর্মকর্তারা এই ধরনের কথা বলে তাদের দল তো পদক্ষেপ নেবে। সেটাই মিসিং, দাবি মন্ত্রী শশী পাঁজার। সেই সঙ্গে কংগ্রেস নেতাদের আক্রমণ করে তিনি বলেন, বিজেপির ওয়াশিং মেশিনে যে কংগ্রেস (Congress) নেতারা গিয়েছেন, তাঁরা রাজ্যের মুখ্যমন্ত্রীর নামে যে কুৎসা করলেন তার শেষ বাংলার মানুষ নিশ্চয়ই ভোট বাক্সে জবাব দেবেন।

নারীর সম্মান বাংলাতেই রক্ষিত। তা ফের একবার মহিলা তৃণমূল কংগ্রেসের শুক্রবারের মিছিলে প্রমাণিত। মিছিলে তৃণমূল কর্মীদের পাশাপাশি সাধারণ মহিলাদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মত। তৃণমূলের সঙ্গে রাজনৈতিক লড়াইয়ে না পেরে ব্যক্তি কুৎসায় নেমেছে বাম-বিজেপি-কংগ্রেসের একদল নিকৃষ্ট শ্রেণির লোকজন। এই ঘৃণ্য কাজের বিরুদ্ধে আগেও প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। এবার তারই প্রতিবাদে পথে নামল দলের মহিলা সংগঠন।

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...
Exit mobile version