Saturday, December 13, 2025

পুলিশের তৎপরতা, অবশেষে রাজস্থানের পথে উদ্ধার হওয়া ১১টি উট 

Date:

রাজস্থানের রাজ্য পশু ফিরল রাজস্থানেই। পূর্ব মেদিনীপুরের সুতাহাটা থানার দূর্বাবেড়িয়া এলাকা থেকে উদ্ধার হওয়া ১১টি উট শুক্রবার রাত থেকে পাঠানো হল রাজস্থানের পথে। আদালতের নির্দেশে এই উদ্যোগে নেতৃত্ব দিয়েছে সুতাহাটা থানার পুলিশ এবং প্রাণীসম্পদ দফতর।

বকরি ঈদ উপলক্ষে বেআইনি ভাবে রাজস্থান থেকে আনা হয়েছিল এই উটগুলি। স্থানীয় সূত্রে জানা যায়, পশুদের সোশ্যাল মিডিয়ায় বিক্রির জন্য পোস্ট করা হয়েছিল। সেখান থেকেই গোচরে আসে পশু সুরক্ষা সংগঠনের। দ্রুত তারা থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযান চালিয়ে প্রথমে সাতটি ও পরে আরও চারটি উট উদ্ধার করে।

উদ্ধার হওয়ার পর উটগুলির জন্য ডালপাতা ও চিকিৎসার ব্যবস্থা করতে হিমশিম খেতে হয় পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের। এখানকার আর্দ্র আবহাওয়ায় মানিয়ে নিতে না পেরে কিছু উট অসুস্থ হয়ে পড়ে। পরে প্রাণীসম্পদ দপ্তরের সহায়তায় চিকিৎসা চালানো হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হলদিয়া) মনোরঞ্জন ঘোষ জানিয়েছেন, “উদ্ধারের পর উটগুলির যত্নে কোনও ত্রুটি রাখা হয়নি। আদালতের নির্দেশ মেনেই তাদের নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে।”

সূত্রের খবর, উটগুলির কোনও বৈধ নথিপত্র ছিল না। উট কেনাবেচা ও কাটা ভারতে সম্পূর্ণ নিষিদ্ধ। ফলে ‘প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমেলস’ আইনে মামলা দায়ের করেছে পুলিশ। পশু সুরক্ষা সংগঠনের সদস্য সুব্রত দাস বলেন, “উটগুলি বিক্রি অথবা বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল। পুলিশ দ্রুত ব্যবস্থা না নিলে হয়তো প্রাণ হারাত এই নিরীহ প্রাণীগুলি। আমরা পুলিশের ভূমিকায় কৃতজ্ঞ।” বর্তমানে তদন্ত চলছে। এখনও অধরা চোরা কারবারের মূলচক্র। তবে প্রাণীসুরক্ষা ও আইনের জোরে রাজস্থানের মরুপ্রাণীরা অবশেষে ফিরছে নিজভূমিতে—এটাই বড় স্বস্তি।

আরও পড়ুন – পথ দেখাচ্ছে বাংলা, বিশ্বব্যাঙ্কের তথ্যে ভারতের ২৭ কোটি চরম দারিদ্রের বাইরে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

চাপের মধ্যে BLO-র দায়িত্ব: এবার শিক্ষকদের শিক্ষকতায় ফেরার বার্তা ব্রাত্যর

শুক্রবারও রাজ্যের শিক্ষকদের একটি শ্রেণি যাঁরা বিএলও-র দায়িত্ব সামলাচ্ছেন, তাঁরা প্রতিবাদ করেন নির্বাচনে কমিশনের (Election Commission) চাপানো কাজের...

‘জেলখাটা’ তকমা নয়, নাগরিক অধিকার ওদেরও আছে: বিশেষ স্ক্রিনিং জেলবন্দিদের নিয়ে তথ্যচিত্রের

অপরাধী আর নিরপরাধ। প্রমাণ করতেই বহু মানুষের জীবনের অমূল্য বহু সময় কেটে যায় গারদের ওপারে। এপারে বসে অপেক্ষা...

টার্গেট মতুয়া ভোট! রাজ্যে আরও সাত সভা মোদির, শুরুতেই নদিয়া

রাজ্যে এসআইআর করে মতুয়া বাসিন্দাদের সবথেকে বেশি বিপদে ফেলার চেষ্টা চালিয়েছে নির্বাচন কমিশন ও কেন্দ্রের বিজেপি সরকার। তবে...

ফর্ম ডিজিটাইজেশন মাত্র ৭৫ শতাংশের কাছে বহু জেলা: বয়সকে অসংগতি ধরছে কমিশন

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী রাজ্যে ইনিউমারেশন ফর্ম ডিজিটাইজেশনের কাজ ৯৯.৯৬ শতাংশ সম্পূর্ণ হয়েছে। অথচ কমিশনের তথ্যে স্পষ্ট, একাধিক...
Exit mobile version