ঈদ-উল আযহা উপলক্ষে শনিবার সকালে কলকাতার রেড রোডে অনুষ্ঠিত হল রাজ্যের সর্ববৃহৎ ঈদের জামাত। ভোরবেলা থেকেই ইন্দিরা গান্ধি সরণিতে জমায়েত হতে থাকেন হাজার হাজার ধর্মপ্রাণ মুসলিম। সকাল সাড়ে ৮টা নাগাদ সম্পন্ন হয় নামাজ। তবে এবারের জামাত ঘিরে প্রথমদিকে অনিশ্চয়তা দেখা দিলেও, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি হস্তক্ষেপে তা কাটিয়ে উঠল রাজ্য প্রশাসন।
ঈদের জামাত নিয়ে জটিলতা তৈরি হয় সেনার পক্ষ থেকে অনুমতি প্রত্যাহারের সিদ্ধান্তকে ঘিরে। কলকাতা খিলাফত কমিটির দীর্ঘদিনের রীতি অনুযায়ী রেড রোডে ঈদের নামাজের আয়োজন হয়ে আসছে, কিন্তু এবারে সেনার তরফে অনুমতি না মেলায় শঙ্কা দেখা দেয়। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিয়ে সেনা কর্তৃপক্ষের সঙ্গে রাজ্য সরকারের তরফে যোগাযোগ করেন। প্রশাসনিক স্তরে একাধিক বৈঠকের পর অবশেষে সেনার তরফে অনুমতি মিলতেই স্বস্তির নিঃশ্বাস ফেলে মুসলিম সম্প্রদায়।

ঈদের সকালে মুখ্যমন্ত্রী ‘এক্স’ (পূর্বতন টুইটার) হ্যান্ডেলে বাংলায় ও উর্দুতে শুভেচ্ছা বার্তায় লেখেন, “ঈদ মোবারক! ঈদ-উল আযহা উপলক্ষে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা।” এদিন রেড রোডে শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করেন বহু মুসলিম। গোটা এলাকা ছিল নিরাপত্তায় মুড়ে ফেলা। উপস্থিত ছিলেন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরাও। মুখ্যমন্ত্রীর সক্রিয় হস্তক্ষেপে শেষমেশ সফলভাবে সম্পন্ন হল ঈদের জামাত। খুশির দিনে প্রশাসনের ভূমিকা ও মুখ্যমন্ত্রীর দ্রুত পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন।ধর্মনিরপেক্ষতা ও সম্প্রীতির এই বার্তা রাজ্যের সাম্প্রদায়িক ঐক্যের আরেকটি দৃষ্টান্ত হিসেবেই চিহ্নিত হল।

আরও পড়ুন – স্বাস্থ্যসাথীতে নজিরবিহীন সাফল্য উত্তর ২৪ পরগনায়, রাজ্যের ব্যয় ২৫১ কোটি টাকা

_

_

_

_

_

_
_
_
_
_
_


