Friday, December 12, 2025

টাকা চেয়ে বড়বাজারের ব্যবসায়ীকে ‘মাওবাদী’ হুমকি চিঠি! সত্যতা খতিয়ে দেখছে পুলিশ

Date:

মাওবাদীদের নামে চিঠি পাঠিয়ে বড়বাজারের (Barabazar) ব্যবসায়ীর কাছে তোলাবাজি অভিযোগ। জয়ন্ত চৌধুরী (Jayanta Chowdhury) নামে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছে ৫০ লক্ষ টাকা তোলা চাওয়া হয়েছে বলে অভিযোগ। বড়বাজার থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী। তদন্তে নেমে আদৌ ওই চিঠি মাওবাদীরা পাঠিয়েছে কি না খতিয়ে দেখছে পুলিশ।

এক সময় মাওবাদী ত্রাসে কাঁপত জঙ্গলমহল। হুমকি চিঠি বা পোস্টার আসা ছিল নিত্য ঘটনা। কিন্তু ২০১১-এ রাজ্যে পট পরিবর্তনের পর শান্ত হয়েছে পুরুলিয়া-বাঁকুড়া-সহ এলাকা। এখন সেই ত্রাস নেই সেখানে। এখন সেখানে স্বস্তি। এই পরিস্থিতি খাস কলকাতার বড়বাজারের (Barabazar) ওল্ড চায়না বাজার স্ট্রিটের রাম রহিম মার্কেটের চারতলায় ব্যবসায়ী জয়ন্ত চৌধুরীর কাছে তোলা চেয়ে মাওবাদী চিঠি। অভিযোগ, সমীর মণ্ডল নামে এক ব‌্যক্তির নামে চিঠি পাঠিয়ে বলা হয়, তহবিলের শক্তি বাড়ানোর জন‌্য প্রচুর অর্থের দরকার। সুতরাং নির্দিষ্ট ঠিকানায় গুপী ওরফে মুকুলের কাছে টাকা দিতে বলা হয়।

চিঠিটি বাংলায় টাইপ করে লেখা হয়েছে। সেখানে ‘গুপীকান্ত বাগচি’-কে টাকা দিতে বলার পরে আবার ‘বাগচি’ পদবীটি কেটে ‘ব‌্যানার্জি’ লেখা হয়েছে। ঠিকানা উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থানা এলাকার হাদিপুর কলোনি। পুলিশ সূত্রে খবর, টাকা না পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়েছে চিঠিতে। এমনকী, রাজ্য পুলিশ তাঁদের কিছুই করতে পারবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

চিঠি পেয়ে বড়বাজার থানা অভিযোগ দায়ের করেন জয়ন্ত। বারাসত থেকে পাঠানো ওই চিঠি ও ঠিকানার সূত্র ধরে সমীর মণ্ডলের হদিশ পাওয়ার চেষ্টা চালনো হচ্ছে। চিঠিটি আদৌ কোনও মাওবাদী সংগঠনের লেখা কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
আরও খবরঅরুণাচল প্রদেশের ভারত-মায়ানমার সীমান্তে জঙ্গি তৎপরতা, পাল্টা জবাব ভারতের 

Related articles

দুবাইয়ের বুকে শাহরুখের নামে আকাশচুম্বী বহুতল, প্রথম দিনেই বিক্রি সব ফ্ল্যাট! 

একেই বলে 'কিং' ক্যারিশমা! শুধু তাঁর নামটুকুই যথেষ্ট, বাকি কাজ ফ্যানেরা করে দেবেন। ভারতীয় বিনোদন জগতের রোম্যান্স গুরুর...

রবিতে ৮ ঘণ্টা বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, দুপুর পর্যন্ত চলবে না কোনও গাড়ি

রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী ১৪ ডিসেম্বর রবিবার ফের বন্ধ হতে চলেছে দ্বিতীয় হুগলী সেতুতে যান চলাচল। গত কয়েক...

আরজি করেই অনিকেতের পোস্টিং, নির্দেশ সুপ্রিম কোর্টের

চিকিৎসক অনিকেত মাহাতোর পোস্টিং নিয়ে কলকাতা হাই কোর্টের রায়কে বহাল রাখল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দিল, রায়গঞ্জ...

ফর্ম ডিজিটাইজেশনের শেষ পর্যায়েই ভোটের প্রস্তুতিতে কমিশন, পরিস্থিতি পর্যালোচনা

বাংলাসহ ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বৃহস্পতিবার রাতেই শেষ হল ইনিউমারেশন ডিজিটাইজেশনের প্রক্রিয়া। বাংলার খসড়া তালিকা নির্ধারিত ১৬...
Exit mobile version