Friday, December 12, 2025

খরিফ মরশুমে ধান সংগ্রহে রেকর্ড রাজ্যের, তথ্য দিল খাদ্য দফতর

Date:

চলতি খরিফ মরশুমে ন্যূনতম সহায়ক মূল্যে ধান সংগ্রহে (Paddy procurement at minimum support price) রেকর্ড গড়ল রাজ্য সরকার (Govt of WB)। খাদ্য দফতরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের সরকারি ধান সংগ্রহ প্রকল্পে মোট ৫৪ লক্ষ ৮৬ হাজার টন ধান সংগ্রহ করা হয়েছে। এই বিষয়ে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh) জানান, এতদিন পর্যন্ত খরিফ মরশুমে ধান সংগ্রহের সর্বোচ্চ পরিমাণ ছিল ৫৩ লক্ষ ৩৮ হাজার টন। সেই রেকর্ড ইতিমধ্যেই ছাড়িয়ে গিয়েছে। আর তিন মাস সংগ্রহ অভিযান চলবে বলে এবার এই সংখ্যাটি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

রাজ্যে তৃতীয়বার তৃণমূল সরকার (TMC) গঠনের পর এখনও পর্যন্ত ১৬ লক্ষের বেশি চাষি সরকারি মাধ্যমে ধান বিক্রি করেছেন। ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত মূলত আমন ধান কেনা হয়ে থাকে। চলতি মরশুমে ওই সময়েই রাজ্য ৫০ লক্ষ টনের বেশি ধান সংগ্রহ করে। মে মাস থেকে বোরো ধান উঠতে শুরু করায় দ্বিতীয় দফার সংগ্রহ অভিযান শুরু হয়েছে। খাদ্য দফতরের (Department of Food and Supplies, Government of West Bengal) লক্ষ্যমাত্রা পূরণ করে এই বোরো মরশুমে অতিরিক্ত ৫ লক্ষ টন ধান সংগ্রহ সম্ভব হবে বলে আশাবাদী রাজ্য সরকার।

সরকারি সূত্রে জানানো হয়েছে, চাষিদের সরাসরি সহায়তা করতে ধান ক্রয়ে প্রাধান্য দেওয়া হয়েছে প্যাকেজড, ডিজিটাল এবং স্বচ্ছ ব্যবস্থাকে। চাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হচ্ছে। এই উদ্যোগ কৃষকদের আস্থাও যেমন বাড়িয়েছে, তেমনই রাজ্যের খাদ্য নিরাপত্তা ব্যবস্থাকেও আরও মজবুত করেছে।

 

Related articles

টেকনো ইন্ডিয়া গ্রুপের উদ্যোগে শুরু অলিম্পিকা নাইট, অতিথি প্রণয়

টেকনো ইন্ডিয়া গ্রুপের(Techno India Group) উদ্যোগে শুরু হল পঞ্চম সংস্করণে অলিম্পিকা নাইট।  এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত...

যৌনপল্লির মহিলাকে বাড়িতে আনতে বাধা: মাকে মারধর-নগ্ন ভিডিও তুলে পতিতাপল্লিতে রেখে এলেন যুবক

যৌনপল্লির (Brothel Home) মহিলাকে বাড়িতে চায় পুত্র। সেই ইচ্ছেয় সম্মতি না দেওয়ায় মা-কে বেদম মারধর করার অভিযোগ উঠল...

MGNREGA থেকে PBGRY: নাম বদল মোদি সরকারের, ‘মহাত্মা’ শব্দ বাদের তীব্র বিরোধিতা কুণালের

১০০ দিনের কাজ করিয়ে টাকা দেয়নি। বঞ্চিত বাংলা। সেই টাকা দেওয়ার নাম নেই উল্টে বাংলাকে আপমান করতে MGNREGA...

তিনবারের মোদি জমানায় প্রথমবার জনগণনা: খরচ হবে ১১ হাজার কোটি

প্রথমবার জনগণনা করতে চলেছে নরেন্দ্র মোদি সরকার। এতদিনে সম্মতি মিলিছে মন্ত্রিসভার। তবে তা শুরু হতেই এখনও একবছরের বেশি...
Exit mobile version