Friday, December 12, 2025

সরকারি হাসপাতালে রোগিনীকে ধর্ষণ! রাজস্থানে প্রকাশ্যে ‘নারী নিরাপত্তা’

Date:

হাসপাতালের ভিতরে রোগিনীর অসুস্থতার সুযোগ নিয়ে পুরুষ নার্সের ধর্ষণ! অভিযুক্ত বিজেপির শাসিত রাজস্থান। বিজেপি শাসিত রাজ্যে সরকারি হাসপাতালও যে সাধারণ মানুষের জন্য নিরাপদ নয়, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আইসিইউতে (ICU) ভর্তি থাকা রোগীকে ধর্ষণের ঘটনা। এই ঘটনা ছড়িয়ে পড়তেই ধামাচাপা দেওয়ার চেষ্টা হাসপাতাল কর্তৃপক্ষের। রাজস্থানের অলোয়ার (Alwar) জেলার ইএসআইসি হাসপাতালের (ESIC Hospital) এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।

পরিবারের দাবি, সরকারি হাসপাতালের (government hospital) আইসিইউ-তে ভর্তি ৩২ বছরের মহিলাকে পুরুষ নার্স (male nurse) প্রথমে অচেতন করার একটি ইঞ্জেকশন দেন। তরুণী অর্ধচেতন হয়ে পড়লে সেই অবস্থায় তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ পরিবারের। নির্যাতিতার জ্ঞান ফিরলে তিনি সমস্ত ঘটনা তাঁর স্বামীকে জানান। নির্যাতিতার পরিবারের দাবি, তাঁরা প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এরপর তারা স্থানীয় থানায় গিয়ে অভিযোগ জানালে এফআইআর (FIR) রুজু করে পুলিশ।

অভিযোগপত্র অনুসারে, হাসপাতাল কর্তৃপক্ষের চাপে নির্যাতিতা এবং তাঁর পরিবারের কাছে অভিযুক্ত হাসপাতাল কর্মী ক্ষমা চায়। ব্যাস শুধু এটুকুই। আর পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। স্থানীয় পুলিশও ঘটনার তদন্ত শুরু করেছে।

যে বিজেপি নারীর মর্যাদা নিয়ে চ্যালেঞ্জ জানায় সেই বিজেপি শাসিত রাজ্যগুলিতে নারী নিরাপত্তার হাজারো নক্কারজনক উদাহরণ উঠে এসেছে। সেই তালিকায় নতুন সংযোজন রাজস্থান। সরকারি হাসপাতালে (government hospital) পর্যন্ত নিরাপদ নন মহিলারা। যে চিকিৎসক ও চিকিৎসার সঙ্গে যুক্ত কর্মীদের প্রাণ রক্ষাকর্তা মনে করে সাধারণ মানুষ, সেই সরকারি হাসপাতালে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ধর্ষণের ঘটনায় চূড়ান্ত নিরাপত্তাহীনতায় আলোয়ারের সাধারণ মহিলারা।

Related articles

বিহারে পিতৃতান্ত্রিক সমাজ বদলের ডাক: মহিলা ভাতায় কটাক্ষ লালু-কন্যার

আফসোস নাকি অভিযোগ? বিহারের নির্বাচনে পরাজয়ের পরে লালু প্রসাদ যাদবের পরিবারে যে ভাঙন ধরেছিল তাতে বড়সড় আঘাত পেয়েছিলেন...

হোটেল থেকেই করবেন মূর্তির উদ্বোধন, মেসি ম্যাজিকের অপেক্ষায় যুবভারতী

মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, শুক্রবার গভীর রাতে কলকাতায় পা দিচ্ছেন ফুটবলের রাজপুত্র লিও মেসি (Leo Messi)। মাত্র ১২...

ডবলইঞ্জিনের রাজ্যে বাংলা বলে ফের আক্রান্ত রাজ্যের ব্য়বসায়ী! পুশব্যাকের হুমকি

ফের ডবলইঞ্জিন শাসিত রাজ্যে বাংলা বলে ফের আক্রান্ত রাজ্যের ব্য়বসায়ী। শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য ওড়িশায় (Orissa)...

টেকনো ইন্ডিয়া গ্রুপের উদ্যোগে শুরু অলিম্পিকা নাইট, অতিথি প্রণয়

টেকনো ইন্ডিয়া গ্রুপের(Techno India Group) উদ্যোগে শুরু হল পঞ্চম সংস্করণে অলিম্পিকা নাইট।  এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত...
Exit mobile version