Thursday, November 20, 2025

ভোটের আগে কর্মসূচির ঘটা বিজেপির! প্রভাব পড়বে না, দাবি তৃণমূলের

Date:

ভোট আসলেই রাজ্য বিজেপির নেতাদের বিভিন্ন কর্মসূচি নিয়ে হঠাৎই তৎপর হয়ে যান রাজ্যের বিজেপি নেতারা। রবিবাসরীয় উত্থান এবারেও দেখা গেল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder) থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারির (Suvendu Adhikary)। সুকান্ত গেলেন হাওয়া গ্রামীণে, অন্যদিকে শুভেন্দু সন্দেশখালিতে (Sandeshkhali)। তবে ভোটের আগে তাঁদের এই ধরনের প্রচারের অর্থ বাংলার মানুষও বোঝেন, কটাক্ষ শাসকদল তৃণমূলের।

রবিবার অপারেশন সিন্দুরের সাফল্যে হাওড়ার উলুবেড়িয়ার তিরঙ্গা যাত্রার মধ্যে দিয়ে নতুন করে সাধারণ মানুষের কাছে প্রাসঙ্গিক করার চেষ্টা করেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তবে তাতে কোনও প্রভাব পড়বে না দাবি করে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করেন, মানুষকে যেটা প্রাথমিক দিতে হয় সেটা হল রোটি-কাপড়া অর মকান। তার জীবনযাত্রাকে ঠিক রাখা। তাকে আর্থিক, সামাজিক ও পরিবেশগতভাবে সুরক্ষিত সসম্মানে রাখা। সেটাই তো বিজেপি করছে না। একটা পরিবারকে তার প্রাপ্য টাকা দেয়নি। একশো দিনের টাকা দেয়নি, বাড়ি দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হচ্ছে।

বিজেপির প্রচারে মূলত রাজ্যের শাসকদলকে কুৎসা করার জন্য রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে নিশানা করেন তিনি। বিজেপির এই ধর্মীয় রাজনীতিকে কুণাল ঘোষের স্পষ্ট জবাব, বিজেপি বাংলার মানুষের জন্য কাজ করে না। তারা শুধুমাত্র ধর্মীয় উস্কানি, ভেদাভেদের উপর আছে। বাংলার মানুষ সেটা বোঝেন। বাংলার মানুষকে তাঁদের সামাজিক, আর্থিক অধিকার, তাঁর সম্মান যদি না দেন তাহলে যতবার যাই করুন বাংলায় তার কোনও প্রভাব পড়বে না।

অন্যদিকে রবিবারের মতো ছুটির দিনকে সামনে রেখে সন্দেশখালি (Sandeshkhali) যান শুভেন্দুও। সেখানে গিয়ে তিনি দাবি করেন শেখ শাহজাহানের ফাঁসির আবেদন আদালতে করার। সেখানেই কুণাল ঘোষের প্রশ্ন, ওনার আদালতে যাওয়ার অভ্যাস রয়েছে। উনি চাইলে যেতেই পারেন। তবে আদালতে গেলে কেন ফাঁসি চাইছেন সেটাও বলতে হবে। যে শাস্তি শাহজাহানের জন্য চাইছেন সেগুলো উন্নাও, হাথরস বা মনিপুরের জন্য কেন চাইতে পারেননি। সেগুলোকে থামিয়ে তারপর বাংলায় দেখান।

Related articles

নিম্নচাপের কাঁটায় রাজ্যে শীতের আমেজে ভাটা পড়ার ইঙ্গিত!

রাজ্যজুড়ে শীতের (Winter) পরশ লাগবেনা লাগতেই বঙ্গোপসাগরে নিম্নচাপের কাঁটা। আগামী কয়েক দিন দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা ঊর্ধ্বমুখী...

বদলে যাচ্ছে আধার কার্ড, ব্যক্তিগত তথ্য সরিয়ে ডিসেম্বরের শেষেই নতুন ডিজাইন!

স্পেশাল ইনটেনসিভ রিভিশনের ফর্ম ফিলআপ সংক্রান্ত ঝঞ্ঝাটের মাঝেই এবার আধার কার্ড (Aadhaar Card) বদলের সম্ভাবনা নিয়ে জোরালো আপডেট...

তিন শীর্ষ নেতা-সহ অন্ধ্রে গ্রেফতার ৫০ মাওবাদী! 

এবার অন্ধ্রপ্রদেশে (Andhrapradesh)গ্রেফতার করা হল ৫০ মাওবাদীকে (Maoists)। বুধবার কৃষ্ণা, এলুরু, বিজয়ওয়াড়া, কাঁকিনাড়া এবং ডঃ বি আর আম্বেদকর...

মানসিক নির্যাতন-অপমান! শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ তুলে আত্মঘাতী দিল্লির কিশোর

দিনের পর দিন স্কুলের শিক্ষকদের দ্বারা মানসিক নির্যাতন। দিল্লির রাজেন্দ্র প্লেস স্টেশনে (Rajendra place station) মেট্রোর সামনে ঝাঁপ...
Exit mobile version