ধারালো অস্ত্র দেখিয়ে ভয় দেখিয়ে বছর দশেকের এক নাবালিকাকে অপহরণের চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়াল হাওড়ার ডোমজুড়ের দক্ষিণবাড়ি মহিষনালা এলাকায়। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় অপহরণ ব্যর্থ হলেও ধৃত এক যুবক। পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে তাকে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহিষনালা এলাকায় নিজের মামাবাড়ি থেকে শনিবার সন্ধ্যার পর বাড়ি ফিরছিল ওই নাবালিকা। অভিযোগ, তখনই ফাঁকা রাস্তায় এক যুবক তার পথ আটকায়। তার পরে নাবালিকাকে ভয় দেখাতে ধারালো অস্ত্র বের করে সে। এমনকি তাকে জোর করে অপহরণ করার চেষ্টা করা হয় বলেও অভিযোগ।
প্রাণে বাঁচতে চিৎকার করতে শুরু করে ওই নাবালিকা। তার আর্তনাদ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। বিপদ বুঝে পালাতে চেষ্টা করে অভিযুক্ত যুবক। কিন্তু তাঁরা তাড়া করে তাকে ধরে ফেলেন। স্থানীয় বাসিন্দারা তাকে বেঁধে উত্তমমধ্যম দেন বলে অভিযোগ।
এরপর খবর দেওয়া হয় ডোমজুড় থানায়। পুলিশ এসে অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। বর্তমানে ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কী উদ্দেশ্যে এই অপহরণের চেষ্টা, নাবালিকার পরিবারের সঙ্গে ওই যুবকের কোনও পুরনো শত্রুতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।ঘটনায় আতঙ্কে রয়েছে নাবালিকা ও তার পরিবার। এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
আরও পড়ুন – বাংলাদেশ থেকে অনুপ্রবেশ আগরতলায়! বিজেপির ব্যর্থতায় তোপ তৃণমূলের
_
_
_
_
_
_
_
_
_
_
