Thursday, November 20, 2025

বাংলাদেশ থেকে অনুপ্রবেশ আগরতলায়! বিজেপির ব্যর্থতায় তোপ তৃণমূলের

Date:

সীমান্ত রক্ষায় ব্যর্থ অমিত শাহর বিএসএফ (BSF)। তার জেরে বারবার বাংলায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরছে বাংলরা পুলিশ। তা সত্ত্বেও হুঁশ ফিরছে না বিএসএফ-এর। অথচ বাংলার নামেই কুৎসার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজেপি নেতারা। এবার সেই বিজেপির রাজ্য ত্রিপুরাতেই (Tripura) চার বাংলাদেশি অনুপ্রবেশকারীকে (illegal immigrants) গ্রেফতার করল রেল পুলিশ। সেখানেই বাংলার শাসকদল তৃণমূলের দাবি, সীমান্ত দিয়ে অনুপ্রবেশ হলেই সেটা বিজেপির ব্যর্থতা, এটাই প্রমাণিত।

বাংলাদেশের অশান্ত পরিস্থিতির সময়েও দেখা গিয়েছিল বিজেপি শাসিত ত্রিপুরা-বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছে বাংলাদেশি নাগরিকরা। আবার ট্রেনে করে দিল্লি যাওয়ারও পরিকল্পনা ছিল তাদের। ফের একবার সেই একই ছবি আগরতলায়। শনিবার আগরতলা (Agartala) স্টেশন থেকে চার সন্দেহভাজনকে গ্রেফতার করে আরপিএফ (RPF)। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা অবৈধভাবে (illegal immigrants) ভারতে প্রবেশ করে। আগরতলা থেকে ট্রেন ধরে তারা দিল্লি যাওয়ার চেষ্টা করছিল বলে জানায় জেরায়। ধৃত চারজনের নাম- মহম্মদ বিলাল, সালমা বেগম ও তাঁদের দুই নাবালক সন্তান।

একইভাবে বাংলা-বাংলাদেশ সীমান্ত দিয়েও ক্রমাগত বাংলায় অনুপ্রবেশ করছে বাংলাদেশি নাগরিকরা। আর সীমান্ত রক্ষায় ব্যর্থ বিএসএফ-এর (BSF) দোষ বাংলার ঘাড়ে চাপানোর চেষ্টা চালাচ্ছে বিজেপির নেতারা। সম্প্রতি কাকদ্বীপে এক ব্যক্তির ছবি ভাইরাল হয়েছে যিনি বাংলাদেশের বাসিন্দা বলে অভিযোগ। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনে যাকে দেখা গিয়েছে বলে একশ্রেণির দাবি। সেখানেই তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের প্রশ্ন, শুধু বাংলা নয়, কদিন আগে ত্রিপুরায় (Tripura) ধরা পড়েছে। আবার আগরতলায় (Agartala) রেলস্টেশন থেকে চারজনকে ধরেছে। তারা ত্রিপুরায় ঢুকেছে। সেখান থেকে তারা অন্যদিকে যাওয়ার জন্য আবার ট্রেন ধরছিল। চারজনই বাংলাদেশ থেকে ঢুকেছে। কী করে ঢুকল? বাংলাদেশ থেকে যদি ঢুকতে হয় বিএসএফ কী করছিল? ত্রিপুরা তো বিজেপির রাজ্য। সীমান্ত দিয়ে ঢুকছে এটাই বিজেপির ব্যর্থতা।

Related articles

মোদি-শাহর উপস্থিতিতে দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নীতীশের

দশমবারের জন্য বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার (Nitish Kumar)। পূর্ব নির্ধারিত সূচিমেনে বৃহস্পতিবার পাটনার গান্ধী...

রাজ্যপালের অধিকার নেই অনির্দিষ্টকালের জন্য বিল আটকে রাখার, সাফ জানালো সুপ্রিম কোর্ট

রাজ্যপালের কাছে দিনের পর দিন আটকে রয়েছে বিল, অথচ তিনি স্বাক্ষর করছেন না। যার ফল হিসেবে আইন প্রণয়নের...

পঞ্জাবের সরকারি হাসপাতালের পুরসভার ময়লার গাড়িতে বেওয়ারিশ দেহ! তীব্র চাঞ্চল্য

অমানবিক! করুন পরিস্থিতি সরকারি হাসপাতালের। পঞ্জাবের(Punjab) ফাগওয়াড়াতে পুরসভার(Phagwara Civil Hospital) আবর্জনা ফেলার গাড়িতে করে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া...

জয়েন্ট এন্ট্রান্স-এর সফল নার্সিং ও প্যারামেডিকেল পেশাজীবীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বাংলায় নতুন প্রজন্মের স্বাস্থ্যসেবার যোদ্ধারা প্রস্তুত! JEE-তে সফল প্রায় ১ লক্ষ ছাত্রছাত্রীর চলছে কাউন্সেলিং। ANM, GNM সহ বিভিন্ন...
Exit mobile version