উত্তর ২৪ পরগনার বনগাঁয় ৬ তৃণমূল কংগ্রেস (TMC) কাউন্সিলরের বাড়িতে হামলা। রাতের অন্ধকারে গুলি বোমা ছোড়ার অভিযোগ। আতঙ্কিত কাউন্সিলররা। ১,২,৮,৯,১১ ও ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরদের বাড়িতে হামলা চালানো হয়েছে বলে খবর। তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ। এখনও পর্যন্ত কাউকে আটক করা যায়নি। বিষয়টিকে ঘিরে দলের শীর্ষ নেতৃত্বে দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন কাউন্সিলররা।
চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সই সংক্রান্ত সমস্যা জেরে তাঁদের উপর এই আক্রমণ বলে আশঙ্কা করছেন কাউন্সিলররা। ঘটনায় কেউ গুরুতর আহত হন নি। ভয় দেখানোর উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে বলে অনুমান পুলিশের। প্রথমে বাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়, তারপর বোমা ও গুলি চালানো হয়। এলাকার সিসিটিভি খতিয়ে দেখছে পুলিশ।
–
–
–
–
–
–
–
–
