Thursday, November 20, 2025

পঞ্জাবের সরকারি হাসপাতালের পুরসভার ময়লার গাড়িতে বেওয়ারিশ দেহ! তীব্র চাঞ্চল্য

Date:

অমানবিক! করুন পরিস্থিতি সরকারি হাসপাতালের। পঞ্জাবের(Punjab) ফাগওয়াড়াতে পুরসভার(Phagwara Civil Hospital) আবর্জনা ফেলার গাড়িতে করে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বেওয়ারিশ লাশ। ফাগওয়াড়ার সরকারি হাসপাতাল(Phagwara Civil Hospital) থেকে এক পুরসভার কর্মীর ময়লা ফেলার গাড়িতে (municipal garbage collection vehicle) করে বেওয়ারিশ লাশ নিয়ে যাওয়াকে কেন্দ্র করে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে। সমাজমাধ্যমে আপাতত ভাইরাল সেই ভিডিয়ো।

আশ্চর্যের বিষয় পুরসভার ওই কর্মীকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি সাফ জানিয়ে দিলেন এটাই রোজকার নিয়ম। হাসপাতাল সূত্রে খবর, মৃতদেহটি ফাগওয়াড়ার রেল স্টেশন থেকে উদ্ধার করা হয়। ভিডিয়োতে দেখা যাচ্ছে, পুরসভার ওই কর্মী ময়লা ফেলার গাড়িতে সাদা কাপড়ে মোড়া একটি মৃতদেহ নিয়ে ফাগওয়াড়ার সরকারি হাসপাতাল (Phagwara Civil Hospital) থেকে বেরোচ্ছেন।

জানা গিয়েছে, হাসপাতালে ওই দেহের কোনও দাবিদার ছিল না তাই হাসপাতাল থেকে শেষকৃত্যের জন্য পাঠানো হচ্ছে। বেওয়ারিশ লাশের ক্ষেত্রে ঠিক এই নিয়মেই আবর্জনার গাড়িতে করে লাশ পাঠানো হয় সেই কথাও জানিয়ে দেওয়া হল।

স্বাভাবিকভাবেই এই ঘটনা প্রকাশ্যে আসার পর চলছে ‘ড্যামেজ কন্ট্রোল’ এর চেষ্টা। ফাগওয়াড়ার সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেট জশনজিৎ সিং এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন হাসপাতালের নিজস্ব অ্যাম্বুল্যান্স ছিল কিন্তু তবুও সেটা ব্যবহার না করে কেন ময়লা ফেলার গাড়ি ব্যবহার করা হয়েছে, এই নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের থেকে রিপোর্ট তলব করা হয়েছে।

ফাগওয়াড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র রামপাল উপ্পল জানিয়েছেন, তিনি বিষয়টি নিয়ে খতিয়ে দেখবেন। অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু বিভিন্ন মহলে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে এতদিন কেন এইভাবেই চলতো? প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।

Related articles

কমনওয়েলথে সোনা জয় থেকে বিহারের মন্ত্রী, লক্ষ্যভেদে সফল শ্রেয়সী

বৃহস্পতিবারই বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন নীতীশ কুমার। মন্ত্রিসভা গঠনে চমক দিলেন নীতীশ। কমনওয়েলথ গেমসে সোনাজয়ী ক্রীড়াবিদ শ্রেয়সী...

রাজধানীতে বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার আরও ৪

দিল্লিতে লালকেল্লার (Red fort area blast) সামনে গাড়ি বিস্ফোরণ কাণ্ডে যখন দেশ জুড়ে চলছে তল্লাশি অভিযান তখন সবচেয়ে...

স্বাস্থ্যসেবার গুণগত মানে ‘গোল্ড স্ট্যান্ডার্ড’ অর্জন ডিসান হসপিটালের 

রোগীর যত্নে বিশ্বসেরা কলকাতার ডিসান হসপিটাল (Desun Hospital)। রোগী ভর্তি হওয়া থেকে তার ডিসচার্জ পর্যন্ত যেভাবে এই স্বাস্থ্য...

আদালতে যাওয়া সঠিক ছিল না: পরম-উপলব্ধিতে একসাথে কাজের বার্তা স্বরূপের

পরিবারের কেউ ভুল স্বীকার করে ফিরে এলে তাঁকে কাছে টেনে নিতে হয়- এই আপ্তবাক্য মেনে নিয়েই পরমব্রত চট্টোপাধ্যায়কে...
Exit mobile version