দিল্লিতে লালকেল্লার (Red fort area blast) সামনে গাড়ি বিস্ফোরণ কাণ্ডে যখন দেশ জুড়ে চলছে তল্লাশি অভিযান তখন সবচেয়ে বেশি নজর জম্মু-কাশ্মীরের দিকেই রয়েছে। সেখান থেকেই দিল্লির সন্ত্রাসের সূত্রপাত হয়েছিল বলে মনে করা হচ্ছে। এর মধ্যে বৃহস্পতিবার বিস্ফোরণে জড়িত সন্দেহে আরও ৪ জনকে গ্রেফতার করল NIA। অতএব ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬। পাটিয়ালা হাউস আদালতের জজের নির্দেশ অনুসারে, জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে চার অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছিল।
অভিযুক্তের তালিকায় রয়েছে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার ডঃ মুজাম্মিল শাকিল গণাই, জম্মু ও কাশ্মীরের অনন্তনাগের ডঃ আদিল আহমেদ, উত্তর প্রদেশের লখনউয়ের ডঃ শাহীন সঈদ এবং জম্মু ও কাশ্মীরের শোপিয়ানের মুফতি ইরফান আহমেদ ওয়াগে। জানা গিয়েছে, এরা সকলেই ওই হামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এর আগে, NIA আরও দুই অভিযুক্ত আমির রশিদ আলী এবং জসির বিলাল ওয়ানিকে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্তের দায়িত্ব জাতীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেয়।
–
–
–
–
–
–
–
–
