বৃহস্পতিবারই বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন নীতীশ কুমার। মন্ত্রিসভা গঠনে চমক দিলেন নীতীশ। কমনওয়েলথ গেমসে সোনাজয়ী ক্রীড়াবিদ শ্রেয়সী সিংকে (Shreyasi Singh) যুক্ত করলেন নিজের মন্ত্রিসভায়।
রাজনৈতিক পরিবেশেই বেড়ে উঠা শ্রেয়সীর (Shreyasi Singh)। কিন্তু পেশাদার রাজনীতিবিদ হওয়া জীবনে একমাত্র লক্ষ্য ছিল না। নিজের লক্ষ্য স্থির করেন শ্যুটিং রেঞ্চে। খুব অল্প বয়স থেকেই রাইফেলের তালিম নেওয়া শুরু। ডাবল ট্র্যাপ শুটিংয়ে পারদর্শী শ্রেয়সীর ঝুলিতে আছে দুটি কমনওয়েলথ পদক। ২০১৪ সালে রুপো জেতার পর ২০১৮ সালে সোনার স্বপ্ন পূরণ করেন শ্রেয়সী। ২০২৪ সালে অলিম্পিক্সে অংশগ্রহণ করেন বিহারের প্রথম প্রতিযোগিনী হিসাবে।
বাবা দিগ্বিজয় সিং ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী, মা পুতুল কুমারী গৌধরী কেন্দ্রের প্রাক্তন সাংসদ। তাদের কন্যা শ্রেয়সী সদ্য বিহার বিধানসভা নির্বাচনে জামুই কেন্দ্র থেকে জিতেছেন। ভোটে জিতেই হলেন মন্ত্রি। জেডিইউ-বিজেপির মন্ত্রিসভায় মহিলাদের বাড়তি গুরুত্ব দেওয়ার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেই মতোই শ্রেয়সী পেলেন মন্ত্রী পদ।
ভোটে জয় অবশ্য শ্রেয়সীর প্রথম নয়, এর আগে ২০২০ সালের নির্বাচনে জামুই কেন্দ্র থেকে আরজেডি প্রার্থী বিজয় প্রকাশকে ৪১ হাজার ভোটে হারান, এবার একই কেন্দ্রে ব্যবধান আরও বাড়ালেন। দ্বিতীয়বার বিধায়ক হয়েই মন্ত্রী হলেন শ্রেয়সী। শুধু খেলাধুলা বা রাজনীতি নয় একইসঙ্গে অভিনয়ও করেন শ্রেয়সী।
–
–
–
–
–
