মাঠ এবং মাঠের বাইরে শুধুই লজ্জা ভারতীয় ফুটবলের(Indian Football)। গত মঙ্গলবার এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে বাংলাদেশের কাছে হারতে হয়েছে ভারতকে(India)। এরপরই ফিফা ক্রম তালিকায় (FIFA Ranking) ফের পতন হল ভারতের। নামতে নামতে ভারত এখন ১৪২ নম্বরে। শুধুই একরাশ লজ্জা এবং হতাশাই এখন সঙ্গী ভারতীয় ফুটবলের।
এএফসি এশিয়ান কাপের (AFC Asian Cup) যোগ্যতা অর্জন পর্বে পাঁচ ম্যাচের মধ্যে একটিতেও জিততে পারেনি ভারত। ফলে তার প্রভাব পড়েছে ফিফার ক্রম তালিকায়। ছয় ধাপ নীচে নেমে ভারত এখন ১৪২ নম্বরে। বিগত কয়েক বছরে তিনবার কোচ বদল হয়েছে ভারতীয় দলের। কিন্তু তারপরেও ভারতীয় দলের খেলার হাল ফেরেনি। এশিয়ান কাপে খেলার স্বপ্ন আগেই শেষ হয়েছে। ২২ বছর পর বাংলাদেশের বিরুদ্ধে হারতে হয়েছে ভারতকে।কল্যাণ চৌবের আমলে আর কত নামতে হবে ভারতীয় ফুটবলকে? এটাই এখন মিলিয়ন ডলার প্রশ্ন!
কল্যাণ চৌবের আমলে শুধুই অধপতন হয়েছে ভারতীয় ফুটবলের। বাংলাদেশের বিরুদ্ধে হারের পর ফুটবলারদের উপরই দোষ দিচ্ছেন খালিদ জামিল। হেড কোচের সাফাই, “এটা খুবই খারাপ ফল আমাদের জন্য। এটাই ফুটবল। আমাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে ম্যাচ থেকে তিন পয়েন্ট আনার জন্য।”
এদিকে আইএসএল নিয়ে জট কিছুতেই কাটছে না। ভারতীয় ফুটবল ঘিরে জটিলতা অব্যাহত। বৃহস্পতিবার শুনানিতেও সমাধান সূত্র অধরাই। সুপ্রিম কোর্টের তরফে আগামী ২১ নভেম্বর শুনানির পরবর্তী তারিখ দেওয়া হয়েছে।একটার পর একটা দিন পেরিয়ে যাচ্ছে কিন্তু আইএসএল নিয়ে অনিশ্চয়তা অব্যাহত।
–
–
–
–
