রোগীর যত্নে বিশ্বসেরা কলকাতার ডিসান হসপিটাল (Desun Hospital)। রোগী ভর্তি হওয়া থেকে তার ডিসচার্জ পর্যন্ত যেভাবে এই স্বাস্থ্য প্রতিষ্ঠানে যত্ন নেওয়া হয়, পরিচর্যা করা হয় তা নিঃসন্দেহে পূর্ব ভারতের আধুনিক চিকিৎসার যে কটি কেন্দ্র রয়েছে তার মধ্যে অন্যতম। আর ঠিক সেই কারণেই এবার ডিসান হসপিটালের (Disun Hospital) মুকুটে জুড়ে গেল নতুন পালক।স্বাস্থ্যসেবার গুণগত মান এবং রোগীর সুরক্ষার ক্ষেত্রে বিশ্বব্যাপী ‘গোল্ড স্ট্যান্ডার্ড’ স্বীকৃতি হিসেবে এই প্রতিষ্ঠান পেল জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনাল অ্যাক্রিডিটেশন (Joint Commission International Accreditation)। ফের প্রমাণিত হল, চিকিৎসা জগতে সেরা সুস্বাস্থ্যের ঠিকানা মানেই কলকাতার ডিসান হসপিটাল।
বিশ্বব্যাপী এলিট শ্রেণির হাসপাতালে যে উন্নত পরিষেবা প্রদান করা হয়, রোগীকে সেই একই পরিষেবা প্রদান করে ডিসান হসপিটাল। সিইও এবং গ্রুপ ডিরেক্টর শাওলি দত্ত বলেন, “JCI অ্যাক্রিডিটেশন অর্জন মানে শুধু এক নতুন মাইলফলক ছোঁয়া নয়, বরং পূর্ব ভারতে বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে আমাদের প্রতিশ্রুতির বৈধতার প্রমাণ।ডিসানে ভর্তি থেকে শুরু করে রোগ নির্ণয়, অস্ত্রোপচার এবং আরোগ্যের জন্য প্রতিটি পদক্ষেপ আমরা আন্তর্জাতিক প্রোটোকল মেনে করে থাকি। ফলে রোগী ও তাঁর পরিবার সম্পূর্ণ ভাবে এই প্রতিষ্ঠানের উপর আস্থা রাখতে পেরেছেন।” ডিসান হাসপাতালের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সজল দত্ত এ বিষয়ে বলেন,“JCI স্বীকৃতি ডিসান-এর নিরন্তর উন্নয়নের ধারার গতিকে আরও বাড়াবে। রোগীকে সামগ্রিক ভাবে উন্নত পরিষেবা প্রদানই ডিসানের একমাত্র লক্ষ্য।”
–
–
–
–
–
–
–
–
