Thursday, November 20, 2025

মহেশতলায় নিখোঁজ নাবালককে খুঁজবে সিআইডি, ধৃতদের মুখোমুখি জেরা

Date:

দশদিনেও খোঁজ মেলেনি মহেশতলায় নির্যাতিত নাবালকের। ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়। তাদের মুখোমুখি জেরার প্রস্তুতিও শুরু হয়েছে। এবার নিখোঁজ কিশোরকে খুঁজতে সিআইডির (CID) সাহায্য নেবে ডায়মন্ড হারবার পুলিশ (Diamond Harbor police)। পরীক্ষা করা হচ্ছে স্থানীয় এলাকার সিসিটিভির ফুটেজ (CCTV footage)। অন্যদিকে ঘরের ছেলেকে ফিরে পেতে এদিনও বিক্ষোভ করেন ইসলামপুরের মানুষজন।

মহেশতলার কারখানার মালিক শাহেনশাহকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে জেরায় সে বারবার দাবি করেছিল সকাল ৭টা নাগাদ নাবালককে ছেড়ে দেয় সে। সেই সময়ের স্থানীয় এলাকার যে সিসিটিভি (CCTV) রয়েছে, সেগুলির ফুটেজ (footage) পরীক্ষা করেছে ইতিমধ্যেই পুলিশ। তবে তাতে কোথাও নাবালকের বেরিয়ে যাওয়ার প্রমাণ পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে দাবি। ফলে আরও জটিল হয়েছে নাবালকের খোঁজ পাওয়া।

গ্রেফতার হওয়া পাঁচজনকে আলাদা করে জেরা করা হয়েছে। যেখানে বয়ানে অসঙ্গতি পাওয়া গিয়েছে বলে পুলিশের দাবি। তাই এবার পাঁচজনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে। তার জন্য রবিবার ফের পাঁচজনকে আদালতে তুলে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে ডায়মন্ড হারবার পুলিশ।

তবে গোটা ঘটনায় অনেক দেরি হয়ে যাচ্ছে, এমনটা দাবি করেই এবার সিআইডি-র সাহায্য নেওয়ার কথা ভাবছে পুলিশ। সিআইডির (CID) ক্রিমিনাল ইনটেলিজেন্স গেজেটে ছবি-সহ ওই কিশোরের চেহারার বিবরণ ও যাবতীয় তথ্য প্রকাশ করা হয়েছে। এর আগেই নাবালকের ছবি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে সন্ধান চালিয়েছে পুলিশ। তবে তাতে খোঁজ না মেলায় এবার সিআইডি-র দ্বারস্থ পুলিশ।

যদিও এই ঘটনা নিয়েও নাবালকের বাড়ি ছেড়ে পরিযায়ী শ্রমিকের (migrant labour) কাজ করা নিয়ে রাজনীতি শুরু করেছে বিরোধিরা। সেখানে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল মনে করিয়ে দেন, এই ঘটনা নতুন নয়। গোটা দেশে বহু যুগ ধরে এটা চলে আসছে। বর্তমানে বাংলায় অনেক কম দেখা যায় এমন ঘটনা। লকডাউনের পরে দেশের প্রথম শহিদ জামলো মাদ্দম। করোনার পরে হঠাৎ লকডাউন ঘোষণা হয়ে যাওয়ায় পায়ে হেঁটে নিজের রাজ্যে ফিরছিল। পথের শেষটুকু পার হওয়ার আগেই তার মৃত্যু হয়। সে শর্সের খেতে কাজ করছিল। ছত্তিশগড়ের মেয়ে তামিলনাড়ুতে কাজ করতে গিয়েছিল। এটাও অন্য রাজ্যের বিষয়। এগুলো ভুলে গিয়ে একটি উদাহরণ তুলে ধরা হচ্ছে।

Related articles

বিনোদন জগৎ কর্ম প্লাবন সৃষ্টি করে: টেলি সম্মান অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী

বিনোদন জগৎ কর্ম প্লাবন সৃষ্টি করে। এটা একটা বড় কাজ। বৃহস্পতিবার ধনধান্য স্টেডিয়ামে টেলি সম্মান (Tele Award) প্রদান...

রবিবার ৮ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু! জানুন বিকল্প রুট

আগামী রবিবার অর্থাৎ ২৩শে নভেম্বর বন্ধ থাকতে চলেছে বিদ্যাসাগর সেতু। সূত্রের খবর সকাল ৬টা থেকে ২টো পর্যন্ত প্রায়...

কাউন্টডাউন শুরু! নবান্নে ভোটপ্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক মুখ্যসচিবের 

২০২৬ এর বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য সরকার। নির্বাচন কমিশনের পরিকল্পনার পাশাপাশি প্রশাসনিক...

নামতে নামতে ১৪২ নম্বরে! মাঠের বাইরেও শুধুই হতাশা-লজ্জাই প্রাপ্তি ভারতীয় ফুটবলে

মাঠ এবং মাঠের বাইরে শুধুই লজ্জা ভারতীয় ফুটবলের(Indian Football)। গত মঙ্গলবার এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে বাংলাদেশের...
Exit mobile version