Wednesday, November 19, 2025

শুরু বিধানসভার অধিবেশন: পহেলগাম-হামলায় নিহতদের প্রতি শোকজ্ঞাপন, শ্রদ্ধা প্রয়াত বিশিষ্টদেরও

Date:

পহেলগামে সন্ত্রাসবাদী হামলায় নিহত পর্যটকদের প্রতি শোকজ্ঞাপন করে শুরু হল রাজ্য বিধানসভার অধিবেশন (Assembly Session)। সোমবার, প্রথামাফিক সদ্য প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের উদ্দ্যেশ্যে শোকপ্রস্তাব পাঠ করা হয়। আবদুর রেজ্জাক মোল্লা, তাপস সাহা, নেপালদেব ভট্টাচার্যের মতো রাজনীতিক, দিলীপ কুমারের মতো চলচ্চিত্র তারকার পাশাপাশি পহেলগামে নিহত  পর্যটকদের উদ্দ্যেশ্যেও  শোকবার্তা পাঠ করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Bandopadhyay)। এক মিনিট নীরবতা পালনের পরে দিনের মতো অধিবেশন মুলতুবি ঘোষণা করা হয়।

বিমান বন্দ্যোপাধ্যায় জানান, বিধানসভায় মঙ্গলবার ‘অপারেশন সিন্দুরে’ সফলভাবে সম্পন্ন করার জন্য ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানাতে বিশেষ প্রস্তাব আনা হচ্ছে। এই সরকারি প্রস্তাবের উপর দু’ঘণ্টা ধরে আলোচনা চলবে বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ওইদিনের আলোচনায় অংশ নেবেন বলে আগেই জানিয়েছিলেন অধ্যক্ষ।

তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংসদে অপরেশন সিন্দুর নিয়ে বিশেষ অধিবেশন ডাকার দাবি জানান। বিরোধী জোটের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে চিঠিও পাঠানো হয়। কিন্তু সেই দাবিতে কর্ণপাত না করে, বাদল অধিবেশনের দিন ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এবার রাজ্য বিধানসভাতেই ভারতীয় সেনা বাহিনীর কৃতিত্বের জন্য ধন্যবাদ জানিয়ে প্রস্তাব আনা হচ্ছে।

বিধানসভার অধিবেশন (Assembly Session) শুরুর আগে বৃহস্পতিবার প্রথা মেনে সর্বদলীয় বৈঠক ডাকা হয়। যদিও প্রধান বিরোধী দল বিজেপি তাদের ঘোষিত অবস্থান অনুযায়ী ওই বৈঠক বয়কট করেন। তবে উপস্থিত ছিলেন আইএসএফ-এর একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকি। বিধানসভার অধিবেশনে মুর্শিদাবাদ ও মালদহের একাধিক এলাকায় সাম্প্রতিক অশান্তি নিয়ে আলোচনা চেয়ে প্রস্তাব আনার পরিকল্পনা করেছে BJP। এই প্রসঙ্গে অধ্যক্ষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিধিমাফিক প্রস্তাব এলে তা বিবেচনা করা হবে।

এই অধিবেশনে OBC সংরক্ষণ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিল পেশ করা হতে পারে। সূত্রের খবর, রাজ্য সরকারের তরফে এই বিল নিয়ে বিস্তারিত আলোচনা হবে। রাজ্যপাল একাধিক গুরুত্বপূর্ণ বিল আটকে রেখেছেন বলে অভিযোগ উঠেছে। এই প্রেক্ষিতে সরকার পক্ষ থেকে একটি সংবিধান সংশোধনী প্রস্তাব আনার কথাও শোনা যাচ্ছে। বিধানসভার একাধিক স্থায়ী কমিটির রিপোর্টও এই অধিবেশনে তোলা হবে বলে সূত্রের খবর।
আরও খবররাজ্যের জয়, SSC নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে না হাইকোর্ট

Related articles

ট্রাফিক ও পাওয়ার ব্লক: শিয়ালদহ শাখায় ব্যাহত ট্রেন চলাচল

রেললাইনের উপর ব্রিজের মেরামতির জন্য প্রায় চারঘণ্টা বন্ধ থাকবে শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর...

কেরলের পরে এবার বাংলা: কাজের চাপে আত্মঘাতী BLO!

অমানুষিক পরিশ্রম। যাবতীয় কাজের দায় তাঁদেরই ঘাড়ে। অবাস্তব সময় বেঁধে দিয়ে নির্বাচন কমিশন বিএলও-দের উপর দিয়েই যাবতীয় ভোটার...

কমিশনের অ্যাপেই পাতা ফাঁদ! AI অ্যাপে নেওয়াই হচ্ছে না সব তথ্য

নাগরিকত্বের নথি আছে বা নেই পরিবারের। বাবা-মা বা দাদু-ঠাকুমার নাম ভোটার তালিকায় ছিল বা নেই, কোন কিছুরই বোধ...

দিল্লি বিস্ফোরণ তদন্তে ইডি: গ্রেফতার আল ফালাহ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা

শুধুমাত্র আল ফালাহ বিশ্ববিদ্যালয়কে নাশকতার পিঠস্থান তৈরি করাই নয়, এর শিক্ষা প্রতিষ্ঠানগুলি আর্থিক বিনিয়মের মধ্যে চলছিল। এমনটাই দাবি...
Exit mobile version