Wednesday, November 19, 2025

ছত্তিশগড়ে মাও IED: নিহত অতিরিক্ত পুলিশ সুপার, আহত একাধিক পুলিশকর্মী

Date:

দেশ থেকে মাওবাদীদের নিশ্চিহ্ন করার দাবি করেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ছত্তিশগড়কে (Chhattisgarh) মাওবাদ-মুক্ত ঘোষণার পথেও হাঁটতে চলেছিল বিজেপি সরকার। তার কয়েকদিনের মধ্যেই চরম হানা মাওবাদীদের। ছত্তিশগড়ের সুকমায় (Sukma) মাওবাদীদের আইইডি বিস্ফোরণে (IED blast) নিহত হলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ASP)। বেশ কয়েকজন জওয়ান আহত বলেও জানানো হয় পুলিশের তরফে। ঘটনায় ফের একবার মাওবাদীদের ফিরে আসার ইঙ্গিত মিলেছে ছত্তিশগড়ে।

সুকমার কোনটা (Konta) এলাকায় চাষের যন্ত্রপাতিতে মাওবাদীরা আগুন লাগিয়ে দিয়েছে, এরকম খবর পেয়ে সোমবার ভোরে রওনা দেয় পুলিশের একটি দল। নেতৃত্বে ছিলেন সুকমা জেলার কোনটা ডিভিশনের অতিরিক্ত পুলিশ সুপার (ASP) আকাশ রাও গিরিপুঞ্জে। পায়ে হেঁটে এলাকায় ঢোকার সময়ই মাটিতে পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে (IED blast) গুরুতর আহত হন তিনি। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে ছত্তিশগড় প্রশাসন।

মাওবাদী ও নকসালদের কার্যকলাপের কারণে সাধারণত মাও-প্রবণ এলাকাগুলিতে পুলিশ ও যৌথ বাহিনী পায়ে হেঁটে অভিযান চালিয়ে থাকে। সম্প্রতি একের পর এক মাওবাদী (Maoist) কেন্দ্রীয় নেতৃত্বকে নিহত করে মাওবাদীদের আত্মসমর্পণে বাধ্য করেছে ছত্তিশগড়, ঝাড়খণ্ডের যৌথ বাহিনী। এতে মাওবাদীদের শক্তি অনেকাংশে কমে যাওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছিল প্রশাসনের তরফে। তবে শেষ হওয়ার আগে তারা যে চরম প্রহার করবে এভাবে তা প্রত্যাশা করেনি ছত্তিশগড় প্রশাসন বা কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক।

সোমবারের ঘটনায় আহত বাকি জওয়ানদের চিকিৎসা চলছে কোনটা হাসপাতালে। তবে তাঁরা সবাই বিপন্মুক্ত বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন কোনটার স্টেশন হাউস অফিসার ও এসডিপিও। এই এলাকাতেই ১০ জুন ভারত বনধের (bandh) ডাক দিয়েছে মাওবাদীরা। এই ঘটনার পরে সেই বনধে অশান্তির আভাস দিচ্ছে প্রসাশনের একাংশ।

Related articles

কমিশনের অ্যাপেই পাতা ফাঁদ! AI অ্যাপে নেওয়াই হচ্ছে না সব তথ্য

নাগরিকত্বের নথি আছে বা নেই পরিবারের। বাবা-মা বা দাদু-ঠাকুমার নাম ভোটার তালিকায় ছিল বা নেই, কোন কিছুরই বোধ...

দিল্লি বিস্ফোরণ তদন্তে ইডি: গ্রেফতার আল ফালাহ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা

শুধুমাত্র আল ফালাহ বিশ্ববিদ্যালয়কে নাশকতার পিঠস্থান তৈরি করাই নয়, এর শিক্ষা প্রতিষ্ঠানগুলি আর্থিক বিনিয়মের মধ্যে চলছিল। এমনটাই দাবি...

সংশোধনাগারের কর্মীদের তথ্য হবে ডিজিটালাইজড: নিয়োগ হচ্ছে কর্মী

সংশোধনাগার দফতরের কাজকর্মকে আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল করে তুলতে রাজ্যের বিভিন্ন সংশোধনাগারে কর্মরত প্রায় ৪ হাজার কর্মীর সার্ভিস...

নাগরিকত্বের জন্য অনশনে মতুয়ারা, লন্ডনে প্রমোদ ভ্রমণে শান্তনু ঠাকুর!

নাগরিকত্ব থাকবে, না যাবে? আবার কি নতুন করে প্রমাণ করতে হবে যে তাঁরা ভারতীয়? এই দুশ্চিন্তায় যখন গোটা...
Exit mobile version