বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এবার প্রকাশ্যে। রবিবার সন্ধ্যায় অশোকনগর কল্যাণগড় পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের মানিকতলা এলাকায় বিজেপির এক সাংগঠনিক বৈঠক চলাকালীন তীব্র উত্তেজনা ছড়াল। জেলা সভাপতি রাজীব পোদ্দারের উপস্থিতিতেই দলীয় কর্মীদের মধ্যে শুরু হয় তর্কাতর্কি, যা পরিণত হয় মারপিট ও ভাঙচুরে।

সূত্রের খবর, অশোকনগরের যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট প্রদীপ সরকার জানতে চান, কেন চারটি মন্ডলের মধ্যে একজন মহিলা মন্ডল সভাপতি করা হয়নি এবং কেন কিছু নেতাকর্মী তৃণমূলের হয়ে কাজ করছেন—এই প্রশ্ন তোলার পরই শুরু হয় বিবাদ। অভিযোগ, প্রদীপ ও তাঁর সমর্থকদের উপর চড়াও হন বিজেপির অপর একটি গোষ্ঠীর সদস্যরা। চলে ব্যাপক মারধর, ভাঙচুর হয় চেয়ার। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৬-৭ জন বিজেপি কর্মী জখম হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অশোকনগর থানার পুলিশ। আহতদের স্থানীয় রাজ্য সাধারণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

এই ঘটনায় এখনও পর্যন্ত বিজেপির জেলা সভাপতি রাজীব পোদ্দার কোনো মন্তব্য করেননি। তবে অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর কটাক্ষ, “ওদের যদি এতই গোষ্ঠীদ্বন্দ্ব থাকে, তাহলে পুলিশ প্রোটেকশন নিয়েই মিটিং করা উচিত।” ঘটনাটি ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে, তীব্র অস্বস্তিতে জেলা বিজেপি নেতৃত্ব।

আরও পড়ুন – দাদাভাই সংঘের খুঁটিপুজোয় জমজমাট উপস্থিতি, ঢাকে পড়ল পুজোর সূচনা সুর

_

_

_

_

_

_
_
_
_
_
_

