Thursday, August 21, 2025

বিদেশ সফর নিয়ে কথা নয়, প্রধানমন্ত্রীর ডিনার-বৈঠকে শুধুই কুশল বিনিময়! হতাশ অভিষেক

Date:

পহেলগামের জঙ্গি হামলা ও ‘অপারেশন সিন্দুর’ নিয়ে সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদলগুলি বিদেশ সফরের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ডিনার-বৈঠক। মঙ্গলবার সন্ধেয় সেখানে তাঁদের থেকে অভিজ্ঞতার কথা শোনা তো দূরস্ত, করমর্দন ও কুশল বিনিময় করেই ক্ষান্ত দিলেন প্রধানমন্ত্রী। দু-একজন সাংসদের সঙ্গে হালকা আলাপচারিতা করলেও, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)-সহ বাকিদের সঙ্গে শুধুমাত্র কুশল বিনিময়ে করেন তিনি। এই আচরণে হতাশ দেশের হয়ে বিদেশের মাটিতে গলা ফাটানো অভিষেক।

পহেলগামের জঙ্গি হামলায় ২৬ পর্যটকের মৃত্যুর পরে পাল্টা প্রত্যাঘাত করে ভারত। যার নাম ‘অপারেশন সিন্দুর’। শুধুমাত্র ধুলিস্যাৎ করা হয় পাকিস্তানের জঙ্গিঘাঁটি। কাশ্মীর সীমান্তে অনুপ্রবেশকারীদেরও ফেরত পাঠিয়ে দেওয়া হয়। পাকিস্তানের মদতে এই সন্ত্রাস এবং জঙ্গি কার্যকলাপের কথা তুলে ধরতেই ভারতের তরফে ৩২টি দেশে ৭টি প্রতিনিধি দল পাঠানো হয়। তৃণমূলের (TMC) পক্ষে সর্বভারতীয় সাধারণ সম্পাদক জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া যান। অভিষেকের বক্তব্যে অভিভূত বিদেশে বসবাসকারী ভারতীয়-সহ বিশ্ববাসী। পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করে বারবার বুঝিয়ে দেন, দেশরক্ষার প্রশ্ন উঠলে তৃণমূল সব সময়ই দলীয় রাজনীতির ঊর্ধ্বে থাকে। যে সমস্ত সংসদীয় প্রতিনিধিদল বিদেশে সফরে গিয়েছিল তাদের সঙ্গে দেখা করতে মঙ্গলবার তাঁর বাসভবনে সন্ধে ৭টায় ডিনার-বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী।

স্বাভাবিকভাবেই অভিষেক (Abhishek Bandyopadhyay) আশা করেছিলেন প্রধানমন্ত্রী নিশ্চয় জানতে চাইবেন, এই গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে নানা দেশের সফর কেমন হল? কিন্তু কোথায় কী! সে-সব নিয়ে একটি বাক্য বিনিময়ও করলেন না প্রধানমন্ত্রী। অথচ এই ডিনার-বৈঠক ছিলই এই আলোচনার জন্য। তার ধারপাশ দিয়েও গেলেন না মোদি।

প্রধানমন্ত্রী কয়েকটি টেবিলে গিয়ে কয়েকজন সাংসদের সঙ্গে হাল্কা আলাপচারিতায় মাতলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ বাকিদের সঙ্গে করমর্দন-সহ কুশল বিনিময় হলেও অপারেশন সিন্দুর ও তার পরবর্তী অধ্যায়ে প্রতিনিধি দলের বিদেশ সফরের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি এক পাশেই থেকে গেল। গোটা ঘটনায় হতাশ অভিষেক। কেন প্রতিনিধি দলের সদস্যদের ডাকলেন এই ডিনার-বৈঠকে! উত্তর নেই কারও কাছে।

আরও পড়ুন – উত্তরের শৈলশহরে জ্বলন্ত গ্রীষ্ম! দার্জিলিংয়ে চলছে ফ্যান-এসি!

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version