Wednesday, November 5, 2025

পঞ্চাশ বছর আগের বদলা রিইউনিয়নে! স্কুলবন্ধুকে পাথর ছুড়ে গ্রেফতার বালকৃষ্ণণ

Date:

সহপাঠীর হাতে চতুর্থ শ্রেণিতে পড়ার সময় মার খেয়েছিলেন এক ব্যক্তি। পঞ্চাশ বছর পেরিয়ে যাওয়ার পর সেই পুরনো অপমানের বদলা নিতে রিইউনিয়নের মঞ্চেই হামলা চালালেন তিনি! কেরলের কাসারগড়ে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা—স্কুল জীবনের পুরনো ‘মারামারি’ স্মৃতি গড়াল থানায়, শেষ হল গ্রেফতারে।

পুলিশ সূত্রে খবর, গত ২ জুন কাসারগড় জেলার এক স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীদের রিইউনিয়নের আয়োজন করা হয়েছিল। বহু বছর পর দেখা করতে সেখানে উপস্থিত হয়েছিলেন স্কুলজীবনের সহপাঠীরা। তাঁদের মধ্যেই ছিলেন বালকৃষ্ণণ, ম্যাথু বালিয়াপ্পালাক্কল ও ভিজে বাবু। এক সময়ে এক ক্লাসে পড়তেন তাঁরা। কিন্তু এই বন্ধুত্বপূর্ণ মিলনমেলায় হঠাৎ ঘটে যায় অপ্রত্যাশিত এক ঘটনা।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বাবুকে দেখেই উত্তেজিত হয়ে পড়েন বালকৃষ্ণণ। অভিযোগ, আচমকাই তিনি বাবুর উপর চড়াও হন এবং পাথর দিয়ে তাঁর মুখ ও ঘাড়ে আঘাত করেন। বাবুকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করতে হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ঘটনার পেছনে রয়েছে পাঁচ দশক পুরনো অপমান। স্কুলজীবনে বাবুর হাতে মার খাওয়ার ঘটনাকে ভুলতে পারেননি বালকৃষ্ণণ। সেই রাগই এবার প্রতিশোধের রূপে দেখা দেয়।

এই ঘটনায় কেবল বালকৃষ্ণণ নয়, পুলিশ গ্রেফতার করেছে আর এক সহপাঠী ম্যাথুকেও। রিইউনিয়নের মতো মিলনোৎসব যে এমন হিংসাত্মক পরিণতি নিতে পারে, তা কেউ ভাবেননি। পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় মামলা রুজু হয়েছে এবং তদন্ত চলছে।

স্থানীয়রা এই ঘটনাকে ‘দুঃখজনক ও অবিশ্বাস্য’ বলে মন্তব্য করেছেন। তাঁদের কথায়, “স্কুলজীবনের স্মৃতি ভাগ করে নেওয়ার আনন্দে এসেছিল সবাই, কেউ ভাবেনি এমন ভয়ানক পরিণতি হবে।”

আরও পড়ুন – বিদেশ সফর নিয়ে কথা নয়, প্রধানমন্ত্রীর ডিনার-বৈঠকে শুধুই কুশল বিনিময়! হতাশ অভিষেক

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version