Sunday, November 9, 2025

পঞ্চাশ বছর আগের বদলা রিইউনিয়নে! স্কুলবন্ধুকে পাথর ছুড়ে গ্রেফতার বালকৃষ্ণণ

Date:

সহপাঠীর হাতে চতুর্থ শ্রেণিতে পড়ার সময় মার খেয়েছিলেন এক ব্যক্তি। পঞ্চাশ বছর পেরিয়ে যাওয়ার পর সেই পুরনো অপমানের বদলা নিতে রিইউনিয়নের মঞ্চেই হামলা চালালেন তিনি! কেরলের কাসারগড়ে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা—স্কুল জীবনের পুরনো ‘মারামারি’ স্মৃতি গড়াল থানায়, শেষ হল গ্রেফতারে।

পুলিশ সূত্রে খবর, গত ২ জুন কাসারগড় জেলার এক স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীদের রিইউনিয়নের আয়োজন করা হয়েছিল। বহু বছর পর দেখা করতে সেখানে উপস্থিত হয়েছিলেন স্কুলজীবনের সহপাঠীরা। তাঁদের মধ্যেই ছিলেন বালকৃষ্ণণ, ম্যাথু বালিয়াপ্পালাক্কল ও ভিজে বাবু। এক সময়ে এক ক্লাসে পড়তেন তাঁরা। কিন্তু এই বন্ধুত্বপূর্ণ মিলনমেলায় হঠাৎ ঘটে যায় অপ্রত্যাশিত এক ঘটনা।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বাবুকে দেখেই উত্তেজিত হয়ে পড়েন বালকৃষ্ণণ। অভিযোগ, আচমকাই তিনি বাবুর উপর চড়াও হন এবং পাথর দিয়ে তাঁর মুখ ও ঘাড়ে আঘাত করেন। বাবুকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করতে হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ঘটনার পেছনে রয়েছে পাঁচ দশক পুরনো অপমান। স্কুলজীবনে বাবুর হাতে মার খাওয়ার ঘটনাকে ভুলতে পারেননি বালকৃষ্ণণ। সেই রাগই এবার প্রতিশোধের রূপে দেখা দেয়।

এই ঘটনায় কেবল বালকৃষ্ণণ নয়, পুলিশ গ্রেফতার করেছে আর এক সহপাঠী ম্যাথুকেও। রিইউনিয়নের মতো মিলনোৎসব যে এমন হিংসাত্মক পরিণতি নিতে পারে, তা কেউ ভাবেননি। পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় মামলা রুজু হয়েছে এবং তদন্ত চলছে।

স্থানীয়রা এই ঘটনাকে ‘দুঃখজনক ও অবিশ্বাস্য’ বলে মন্তব্য করেছেন। তাঁদের কথায়, “স্কুলজীবনের স্মৃতি ভাগ করে নেওয়ার আনন্দে এসেছিল সবাই, কেউ ভাবেনি এমন ভয়ানক পরিণতি হবে।”

আরও পড়ুন – বিদেশ সফর নিয়ে কথা নয়, প্রধানমন্ত্রীর ডিনার-বৈঠকে শুধুই কুশল বিনিময়! হতাশ অভিষেক

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version