Sunday, November 9, 2025

গোবলয়ে বিজেপির পূর্ণ ক্ষমতা কায়েম করার পিছনে যে সংখ্যালঘু, দলিতদের (dalit) কোণঠাসা করে দেশে বর্ণের ভেদাভেদ আরও ভালোভাবে প্রতিষ্ঠা করা। একের পর এক বিজেপি শাসিত রাজ্যগুলিতে সেই সব উদাহরণ উঠে এসেছে। এবার মধ্যপ্রদেশে (Madhyapradesh) দলিত হওয়ার কারণে রেশনের (ration) দাবি নিয়ে প্রতিবাদ করায় গুলি (firing) খেয়ে মরতে হল ১৯ বছরের এক যুবককে। বিজেপি রাজ্যের জঙ্গলরাজের উদাহরণ তুলে ধরে তীব্র ভর্ৎসনা বাংলার শাসকদল তৃণমূলের।

মধ্যপ্রদেশের ছাতারপুরের নওগাঁও থানার বিলহারি এলাকায় একটি রেশন দোকানে জিনিস নিতে যায় পঙ্কজ প্রজাপতি ও তার ভাই। রেশন দোকানের মালিক প্রবীন পাটেরিয়াকে দীর্ঘদিন রেশন না দেওয়ার জন্য ক্ষোভ প্রকাশ করে পঙ্কজ। রেশন দোকানের মালিক প্রবীন দলিত পঙ্কজের প্রতি বর্ণবিদ্বেষমূলক গালি দিতে থাকে। তখন পঙ্কজের পরিবার সেখানে উপস্থিত হয়। সেই সময়ই বাড়ির উপর থেকে প্রবীন পাটেরিয়া (Praveen Pateria) পঙ্কজের উপর গুলি (firing) চালায় বলে অভিযোগ। আহত হয় পঙ্কজের ভাইও।

দলিত যুবকের খুনের পর গা ঢাকা দেয় রেশন দোকান মালিক প্রবীন (Praveen Pateria)। এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিজেপি শাসিত রাজ্যে দলিত সম্প্রদায়ের প্রকৃত অবস্থা নিয়ে সরব হয় বিরোধীরা। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় দাবি করেন, অভিযুক্তকে মধ্যপ্রদেশ পুলিশ ধরতে পারেনি, কারণ তার মাথায় বিজেপির প্রভাবশালীদের হাত রয়েছে।

সরব হয় বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসও। দাবি করা হয়, বিজেপি শাসিত মধ্যপ্রদেশে (Madhyapradesh) রেশন চাওয়ার দাম প্রাণ দিয়ে দিতে হয়। মুখ্যমন্ত্রী মোহন যাদবের প্রতি প্রশ্ন করা হয়, এটা কী ধরনের জঙ্গলরাজ? সেই সঙ্গে দাবি করা হয়, এই ঘটনা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা নরেন্দ্র মোদির সময়ে চলতে থাকা বর্ণ বিদ্বেষ, রাজ্যের জটিলতা ও নিয়মমাফিক বেনিয়মের যে মারাত্মক ধারা অব্যাহত তারই একটা অংশ।

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version