Wednesday, August 20, 2025

আরসিবির(RCB) সেলিব্রেশন ঘিরে বেঙ্গালুরুতে(Bangalore) ১১ জন পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন। আর তাতেই এবার বড়সড় শাস্তির পথে হাঁটতে চলেছে বিসিসিআই(BCCI)। চিন্নাস্বামী স্টেডিয়াম(Chinnaswamy Stadium) থেকে ভারতীয়-এ(India-A) দল বনাম দক্ষিণ আফ্রিকা-এ(South Africa-A) দলের ম্যাচ সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন ভারতীয় ক্রিকেট বোর্ড(BCCI)। সেইসঙ্গে শোনা যাচ্ছে এবার নাকি মহিলাদের বিশ্বকাপের ম্যাচও সরতে চলেছে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে। সরাসরি কিছু বলা না হলেও মনে করা হচ্ছে বেঙ্গালুরুর এই ঘটনার জন্যই নাকি এমন সিদ্ধান্ত নিচ্ছে বোর্ড।

প্রথমবার আইপিএল(IPL) চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। এরপরই বেঙ্গালুরুতে বিরাট সেলিব্রেশনের আয়োজন করা হয়েছিল আরসিবির তরফে। সেখানেই ঘটে সেই মর্মান্তিক ঘটনা। পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছে ১১ জন। সেই সময়ই বোর্ড নিজেদের মনোভাব স্পষ্ট করে দিয়েছিল। এবার আরও বড়সড় পদক্ষেপের পথে হাঁটতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড(BCCI)।

ইতিমধ্যেই বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে সরিয়ে দেওয়া হচ্ছে ভারতীয়-এ দলের তিনটি ওডিআই ম্যাচই সরিয়ে দেওয়া হয়েছে। চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে ম্যাচ সরিয়ে দেওয়া হয়েছে রাজকোটে। বোর্ড অবশ্য কোনও কারণের কথা বলেনি। তবে সূত্রের খবর বেঙ্গালুরুর সেই ঘটনার জন্যই নাকি এবার চিন্নাস্বামী স্টেডিয়ামকে শাস্তি দেওয়ার পথে হাঁটছে।

শুধুমাত্র ভারতীয়-এ দলের ম্যাচই নয়। এমনকি আগামী মহিলাদের বিশ্বকাপের ম্যাচও নাকি এই স্টেডিয়াম থেকে সরিয়ে দিতে চলেছে বিসিসিআই। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।

Related articles

ডায়মন্ড হারবার না ইস্টবেঙ্গল, যুবভারতীতে আজ কার দাপট?

হাতে আর বেশি সময় নেই, ঘণ্টা তিনেকের মাথায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ডের সেমিফাইনাল ম্যাচ খেলতে নামবে ডায়মন্ড হারবার...

JPC-র ঢাল দিয়ে লোকসভায় পেশ কালো আইন: সরব বিরোধীরা

গায়ের জোরে ২০২৩ সাল থেকে একের পর এক বিল পাশ, আইন পাশ করানোই নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ মোদি...

অভিনেত্রী নয়, ‘নেত্রী’ হওয়ার জন্য আয়নার সামনে ভাষণ প্র্যাকটিস সাবিত্রীর!

বাংলা সিনেমা জগতের কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee) নাকি রাজনৈতিক নেত্রী হতে চেয়েছিলেন! আয়নার সামনে দাঁড়িয়ে রীতিমত...

হিটলারি আঘাত: ‘গণতন্ত্র হত্যাকারী’ সংশোধনী বিলের বিরোধিতায় গর্জে উঠলেন মমতা

“কালো দিন, কালো বিল“ লোকসভায় সংবিধান সংশোধনী বিল পেশ হওয়ার পরেই গর্জে উঠলেন বাংলা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC)...
Exit mobile version