Thursday, December 18, 2025

কিডনি দাবি শ্বশুরবাড়ির! বিহারে বধূর অভিযোগে তাজ্জব পুলিশ

Date:

Share post:

সুনীতা উইলিয়মস রেকর্ড সময় মহাকাশে কাটানোর পরে দেশে পণের মতো কুপ্রথার অবসান হয়নি। নগদ, দাবি আসবাব, গাড়ি, বাইক, গয়না, ইলেক্ট্রনিক গেজেট, বাড়ি, ফ্ল্যাটের তালিকায় এবারের সংযোজন কিডনি। হ্যাঁ, ঠিকই পড়েছেন। স্বামীর জন্য এক বধূকে কিডনি (Kidney) দিতে বলল শ্বশুরবাড়ি। বিহারের (Bihar) মুজফ্‌ফরপুর জেলার ঘটনায় তাজ্জব পুলিশও (Police)।

পুলিশ (Police) সূত্রে খবর, দীপ্তি নামের এক তরুণী সম্প্রতি স্বামী ও শ্বশুরবাড়ির চার সদস্যের বিরুদ্ধে কিডনি পণ চাওয়ার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ, ২০২১ সালে বিয়ের পর থেকেই দীপ্তির উপর বাপেরবাড়ি থেকে টাকা, গয়না ও মোটরবাইক আনার জন্য শ্বশুর-শাশুড়ি চাপ দিতে থাকেন। কিন্তু এবার অভিযোগ উঠেছে, স্বামীর একটি কিডনি ঠিকমতো কাজ না করায় তাঁকে নিজের কিডনি দেওয়ার জন্য চাপ দিতে শুরু করেন শ্বশুরবাড়ির লোকজন। দীপ্তি জানান, এই অমানবিক দাবিতে রাজি না হওয়ায় তাঁকে মারধর করা হয় এবং শেষে বাড়ি থেকে বার করে দেওয়া হয়। তাঁর কথায়, “স্বামীর চিকিৎসার অজুহাতে আমাকে কিডনি দিতে বলা হয়। আমি তাতে রাজি না হওয়ায় শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়।”
আরও খবরঅস্ট্রিয়ার স্কুলে বন্দুকবাজের এলোপাথাড়ি গুলি! মৃত ৮, আহত একাধিক

অভিযোগের পর দু’পক্ষকে থানায় ডেকে পাঠিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করে পুলিশ। তবে দীপ্তি স্পষ্ট জানিয়ে দেন, তিনি বিবাহবিচ্ছেদ চান। কিন্তু স্বামী ডিভোর্স দিতে অস্বীকার করেন। এই অবস্থায়, দীপ্তি থানায় স্বামী-সহ শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হবে এবং প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

spot_img

Related articles

২০১৬-র SSC-র গ্রুপ সি-ডির যোগ্য তালিকা প্রকাশে হাই কোর্টের রায় কেপ্ট ইন অ্যাবায়েন্সের নির্দেশ সুপ্রিম কোর্টের

স্কুল সার্ভিস কমিশন(এসএসসি)-র ২০১৬ নিয়োগ প্রক্রিয়ায় গ্রুপ সি ও গ্রুপ ডি-র যোগ্য প্রার্থী তালিকা প্রকাশ করার জন্য যে...

দলে একঝাঁক তারকা, আসন্ন আইপিএলে নাইটদের নেতা বদল!

মিনি নিলামে(IPL Mini Auction) খাতায় কলমে শক্তিশালী দল গঠন করেছে কেকেআর(KKR)। অজিঙ্ক রাহানে, রিঙ্কু সিংরা ছিলেন সঙ্গে ক্যামেরন...

মনরেগার পরিবর্তে ‘জিরামজি’ বিল পাশ লোকসভায়! উত্তাল লোকসভা

বিরোধীদের প্রবল আপত্তি ও বিক্ষোভ সত্ত্বেও লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জোরে MGNREGA-র নাম বদল বিল লোকসভায় পাশ করাল মোদি সরকার।...

ভিত্তিহীন বিদ্বেষপূর্ণ মন্তব্য মেসি ভক্তের, লালবাজারে অভিযোগ দায়ের সৌরভের

যুবভারতী কাণ্ডে ইচ্ছাকৃত নাম জড়িয়ে কুৎসা, সুনাম নষ্টের অভিযোগে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের প্রধান উত্তম সাহার বিরুদ্ধে লালবাজারে অভিযোগ...