ভয়ঙ্কর! দক্ষিণ অস্ট্রিয়ার(South Austria) গ্রাজ শহরে এক স্কুলে দুষ্কৃতী হামলা। ড্রেইয়ার্সচুটজেনগাসের সেকেন্ডারি স্ট্যান্ডার্ড স্কুলে বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে(Firing) প্রাণ হারিয়েছেন ৮ জন। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, হামলার পর আততায়ী নিজেও গুলি করে আত্মঘাতী হয়েছে। ঘটনায় শোরগোল অস্ট্রিয়ার(Austria)। ছড়িয়েছে তীব্র আতঙ্ক।

পুলিশের সন্দেহের তালিকায় এক পড়ুয়া। এই ঘটনায় ১০ জনের বেশি গুরুতর আহত হয়েছে। আহত শিক্ষার্থীরা স্কুলের কাছেই হেলমুট লিস্ট হলে চিকিৎসাধীন রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। সূত্রের খবর, মঙ্গলবার সকালে ক্লাসরুমে গুলির শব্দ শোনা যায়। এর পর থেকে স্কুলের উপর কড়া নজর রেখেছে পুলিশ। জনসাধারণকে ওই এলাকার আশেপাশে আসতে নিষেধ করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত।

–

–


–


–
–

–
–
–

–

–

–

–

–