আরসিবির(RCB) সেলিব্রেশন ঘিরে বেঙ্গালুরুতে(Bangalore) ১১ জন পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন। আর তাতেই এবার বড়সড় শাস্তির পথে হাঁটতে চলেছে বিসিসিআই(BCCI)। চিন্নাস্বামী স্টেডিয়াম(Chinnaswamy Stadium) থেকে ভারতীয়-এ(India-A) দল বনাম দক্ষিণ আফ্রিকা-এ(South Africa-A) দলের ম্যাচ সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন ভারতীয় ক্রিকেট বোর্ড(BCCI)। সেইসঙ্গে শোনা যাচ্ছে এবার নাকি মহিলাদের বিশ্বকাপের ম্যাচও সরতে চলেছে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে। সরাসরি কিছু বলা না হলেও মনে করা হচ্ছে বেঙ্গালুরুর এই ঘটনার জন্যই নাকি এমন সিদ্ধান্ত নিচ্ছে বোর্ড।

প্রথমবার আইপিএল(IPL) চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। এরপরই বেঙ্গালুরুতে বিরাট সেলিব্রেশনের আয়োজন করা হয়েছিল আরসিবির তরফে। সেখানেই ঘটে সেই মর্মান্তিক ঘটনা। পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছে ১১ জন। সেই সময়ই বোর্ড নিজেদের মনোভাব স্পষ্ট করে দিয়েছিল। এবার আরও বড়সড় পদক্ষেপের পথে হাঁটতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড(BCCI)।

ইতিমধ্যেই বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে সরিয়ে দেওয়া হচ্ছে ভারতীয়-এ দলের তিনটি ওডিআই ম্যাচই সরিয়ে দেওয়া হয়েছে। চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে ম্যাচ সরিয়ে দেওয়া হয়েছে রাজকোটে। বোর্ড অবশ্য কোনও কারণের কথা বলেনি। তবে সূত্রের খবর বেঙ্গালুরুর সেই ঘটনার জন্যই নাকি এবার চিন্নাস্বামী স্টেডিয়ামকে শাস্তি দেওয়ার পথে হাঁটছে।

শুধুমাত্র ভারতীয়-এ দলের ম্যাচই নয়। এমনকি আগামী মহিলাদের বিশ্বকাপের ম্যাচও নাকি এই স্টেডিয়াম থেকে সরিয়ে দিতে চলেছে বিসিসিআই। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।


–


–
–

–
–
–

–

–

–

–

–