Sunday, November 9, 2025

হঠাৎই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ২৯ বর্ষীয় পুরানের

Date:

মাত্র ২৯ বছরেই অবসর! মঙ্গলবার হঠাত্ই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ওয়েস্ট ইন্ডিজের(West Indies) তারকা ক্রিকেটার নিকোলাস পুরান(Nicholas Pooran)। যদিও কী কারণে এমন সিদ্ধান্ত তিনি নিয়েছেন তা এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি। এবারের আইপিএলে লখনউ সুপার জায়ান্টস শিবিরে ছিলেন নিকোলাস পুরান(Nicholas Pooran)। কিন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ দলে সুযোগ না পাওয়ার ২৪ ঘন্টার মধ্যেই এমন সিদ্ধান্ত নিয়েছেন নিকোলাস পুরান।

২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে অভিষেক হয়েছিল নিকোলাস পুরানের। এরপর ওয়েস্ট ইন্ডিজের হয়ে বহু ম্যাচেই দুরন্ত পারফরম্যান্স করেছেন তিনি। এমনকী ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দিয়েছেন নিকোলাস পুরান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওডিআই ফর্ম্যাটে শেষবার তাঁকে দেখা গিয়েছিল ২০২৩ সালে এবং টি টোয়েন্টি ফর্ম্যাটে ওয়েস্ট ইন্ডিজের হয়ে নিকোলাস পুরান খেলেছিলেন ২০২৪ সালে। শেষ টি টোয়েন্টি বিশ্বকাপেও ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে দেখা গিয়েছিল তাঁকে।

কিন্তু সেই পুরানই এবার নিজের প্যাড গ্লাভস তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানিয়েছেন, “দীর্ঘ ভাবনার পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তই নিয়েছি”।

এরপরই নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে কী ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের তরফে তাঁকে বিশ্রাম দেওয়ার কারণেই এমন সিদ্ধান্ত নিলেন তিনি। এই নিয়েই এখন বিশ্ব ক্রিকেট মহলে চর্চা তুঙ্গে পৌঁছেছে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৬১টি টি টোয়েন্টি ম্যাচের পাশাপাশি ১০৬টি ওডিআই ম্যাচ খেলেছেন নিকোলাস পুরান। শুধুমাত্র তাই নয় তাঁর ক্যারিবিয়ান জার্সিতে রান রয়েছে ৪০০০। সেই নিকোলাস পুরানই এবার অবসরে।

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version