Wednesday, August 27, 2025

ঋষভের ছক্কায় ভাঙল ছাদ

Date:

Share post:

ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে বিধ্বংসী মেজাজে ঋষভ পন্থ(Rishabh Pant)। বিরাট ছক্কায় ভাঙলেন স্টেডিয়ামের(Stadium) ছাদ। আর পন্থের এই পারফরম্যান্স যে ভারতীয় শিবিরকে অনেকটাই স্বস্তি দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের আগেই ভারতীয় দলের সহ অধিনায়কের দায়িত্ব উঠেছিল ঋষভ পন্থের(Rishabh Pant) কাঁধে। টেস্টে নামার আগে নিজেদের মধ্যেই একটা প্রস্তুতি ম্যাচের আয়োজন করেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেখানেই ঋষভ পন্থের এই পারফরম্যান্স যে গম্ভীর(Gautam Gambhir), গিলদের(Shubman Gill) বাড়তি আত্মবিশ্বাস যোগাবে তা বলার অপেক্ষা রাখে না।

প্রস্তুতি ম্যাচে শুরু থেকেই এদিন আক্রমণাত্মক মেজাজে ছিলেন ঋষভ পন্থ। সেখানেই ওয়াশিংটন সুন্দরের(Washington Sundar) বোলিংয়ের বিরুদ্ধে বিরাট ছক্কা হাঁকান ভারতীয় টেস্ট দলের নতুন সহ অধিনায়ক ঋষভ পন্থ(Rishabh Pant)। টেস্ট হোক কী ওডিআই। বরাবরই আক্রমণাত্মক মেজাজে খেলতেই ভালোবাসেন ঋষভ পন্থ। টেস্ট ফর্ম্যাটে পাঁচ নম্বর কিংবা ছয় নম্বরে নামবেন তিনি। কিন্তু ঋষভ পন্থ যে নিজের স্টাইল একেবারেই বদলাবেন না তা বলার অপেক্ষা রাখে না।

এদিন ওয়াশিংটন সুন্দরের বিরুদ্ধেই হাঁকান সেই অবাক করা শট। আর তাতেই স্টেডিয়ামের ছাদ ভেঙে গিয়েছে। ঋষভ পন্থের এমন ম্যামথ শট দেখে গম্ভীর, গিলদের মুখে যে এখন চওড়া হাসি তা বলার অপেক্ষা রাখে না। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জ। সেখানে কিন্তু ঋষভ পন্থের পারফরম্যান্স খুব একটা খারাপ নয়। ইংল্যান্ডের মাঠে ১৭ ইনিংসে ৫৫৬ রান রয়েছে ঋষভ পন্থের।

সেইসঙ্গে এখানে দুটো সেঞ্চুরি এবং একটি অর্ধশতরানও রয়েছে ভারতীয় দলের নতুন সহ অধিনায়কের। সেই ধারা ঋষভ পন্থ যদি এবারও ধরে রাখতে পারেন তাহলে ইংল্যান্ডের ঘরের মাঠে ভারত কোনও অঘটন ঘটালে অবাক হওয়ার মতো কিছুই থাকবে না। ইংল্যান্ডের মাটিতে ২০২২ সালেই ঋষভ পন্থের সেই ১৪৬ রানের ইনিংস এখনও সকলের স্মৃতিতে টাটকা রয়েছে। সেই ম্যাচে ভারতের ত্রাতার ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে।

এবার কিন্তু প্রস্তুতি ম্যাচ বেশ ভালো ফর্মেই রয়েছেন ঋষভ পন্থ। ইংল্যান্ডের বিরুদ্ধে ২০ জুন থেকে শুরু টেস্ট সিরিজ। সেখানেও ঋষভ পন্থ নিজের পারফরম্যান্স ধরে রাখতে পারেন কিনা সেটাই দেখার।

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...