পদার্থবিদ্যার বিশ্ব প্রতিযোগিতায় সফল ৩ বাঙালি! অভিনন্দন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

পদার্থবিদ্যার বিশ্ব প্রতিযোগিতায় জয়ী বাঙালিরা। পদার্থবিজ্ঞানের আন্তর্জাতিক প্রতিযোগিতায় ষষ্ঠ স্থান অধিকার করে বিজ্ঞান-দুনিয়ায় দেশের মান নতুন পর্যায়ে উত্তরণ করলেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের (আইআইএসসি) চার পড়ুয়া। তার মধ্যে তাৎপর্যপূর্ণ ও গর্বের বিষয়, এই চারজনের মধ্যে তিনজনই বাঙালি। এই প্রথম ফিজিক্স লিগ অ্যাক্রস নিউমেরাস কান্ট্রিস ফর কিক অ্যাস স্টুডেন্টস (প্ল্যাগঙ্কস) প্রতিযোগিতায় এত ভাল ফলাফল দেখাল ভারত। ‘বিগ ব্যাং ব্রেন’-এর অধিকারী কৃতী বিজয়ীরা হলেন সুস্মিত রায়, সিমর নারুলা, অভিক দাস ও ঋতব্রত ঘোষ। আপ্লুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিজের এক্স হ্যান্ডেলে (X-Handle) কৃতীদের অভিনন্দন জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) লেখেন, “বিশ্বমঞ্চে মেধার কঠোর আন্তর্জাতিক পরীক্ষায় শীর্ষ স্তরের স্বীকৃতি ছিনিয়ে আনার জন্য অভিনন্দন জানাই জয়ী চার তরুণ ভারতীয়-বাঙালিকে। আন্তর্জাতিক তাত্ত্বিক পদার্থবিদ্যার এই কঠিন আন্তঃ-দেশ প্রতিযোগিতায় (PLANCKS 2025) সফল এই চার তরুণের দলে তিনজনই বাঙালি এবং বাংলার সরকার তাতে বিশেষভাবে আনন্দিত। চারজনকেই আমি এই অভূতপূর্ব বিশ্বস্তরের সাফল্য প্রাপ্তিতে অভিনন্দন জানাই।
পদার্থবিদ্যার এই জগৎজোড়া পরীক্ষার ২০২৫ সংস্করণটি (PLANCKS 2025) হয় স্পেনের বার্সিলোনায় এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের এই তরুণ আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীরা সেই প্রতিযোগিতায় বিশ্বে ষষ্ঠ স্থান অর্জন করেছে। এই সুকঠিন আন্তর্জাতিক প্রতিযোগিতায় কোনও ভারতীয় শিক্ষার্থী দল এর আগে এতো ভাল ফল করেনি। এই দলেই আছে সিমর নিরুলা, ঋতব্রত ঘোষ, সুস্মিত রায় এবং অভীক দাস। ঘোষ-রায়-দাসেরা আমাদেরই ছেলে। অভীক মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে শীর্ষস্তরের সাফল্য পেয়েছিল। চাকদহর ঋতব্রত ও সুস্মিতও ধারাবাহিক সাফল্য পেয়েছে। এখন কঠিন আন্তর্জাতিক মেধা প্রতিযোগিতায় এই বিপুল সাফল্য পেয়ে তারা আমাদের আরও গর্বিত করল।
এদের স্নেহশীল পিতামাতা ও অভিভাবকদের প্রতি এবং শিক্ষক-শিক্ষিকাদের প্রতিও আমার আন্তরিক অভিনন্দন রইল। আমাদের ছেলেমেয়েরা আরও আরও আন্তর্জাতিক সাফল্যের মুকুট ছিনিয়ে আনুক – এই কামনা করব।”

থিওরিটিক্যাল ফিজিক্সের উপর এই প্রতিযোগিতা সবচেয়ে কঠিন ও গুরুত্বপূর্ণ। এই রকম একটি কঠিন প্রতিযোগিতায় বাংলার ৩ মেধার স্বীকৃতি বাস্তবেই অত্যন্ত গর্বের বিষয়।

spot_img

Related articles

চন্দননগর নয়! কোথা থেকে সূচনা বাংলায় জগদ্ধাত্রী পুজোর? জানুন ইতিহাস 

জগদ্ধাত্রী পুজোর নাম উঠলেই চোখের সামনে ভেসে ওঠে গঙ্গাপাড়ের শহর চন্দননগরের ছবি—চোখধাঁধানো আলোকসজ্জা, সুবিশাল প্রতিমা আর অসংখ্য দর্শনার্থীর...

চাপ দিয়ে তৃণমূল নেতাদের গ্রেফতার করা হয়: বিস্ফোরক নারদ মামলার প্রথম তদন্তকারী CBI আধিকারিক

বিস্ফোরক স্বীকারোক্তি নারদ (Narada Case) মামলার প্রথম তদন্তকারী সিবিআই আধিকারিক রঞ্জিত কুমারের (Ranjit Kumar)। একটি অডিও সাক্ষাৎকারে তিনি...

আসানসোলে চিটফান্ড কেলেঙ্কারির অভিযুক্তের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই, জানালো ঘাসফুল শিবির

আসানসোলে প্রায় ৩৫০ কোটি টাকার চিটফান্ড কেলেঙ্কারিতে 'তৃণমূল নেতা'র নাম জড়িয়ে যে ভিত্তিহীন অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা...

বোনের কাছে ভাইফোঁটা শোভনদেবের, টলিনায়িকারা ফোঁটা দিলেন অরূপকে

বাংলা জুড়ে আজ উৎসবের আমেজ। সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি সকলেই মাতলেন ভাইফোঁটা উদযাপনে। সকাল গড়িয়ে বিকেল তবু এখনও...