Sunday, November 9, 2025

পদার্থবিদ্যার বিশ্ব প্রতিযোগিতায় সফল ৩ বাঙালি! অভিনন্দন মুখ্যমন্ত্রীর

Date:

পদার্থবিদ্যার বিশ্ব প্রতিযোগিতায় জয়ী বাঙালিরা। পদার্থবিজ্ঞানের আন্তর্জাতিক প্রতিযোগিতায় ষষ্ঠ স্থান অধিকার করে বিজ্ঞান-দুনিয়ায় দেশের মান নতুন পর্যায়ে উত্তরণ করলেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের (আইআইএসসি) চার পড়ুয়া। তার মধ্যে তাৎপর্যপূর্ণ ও গর্বের বিষয়, এই চারজনের মধ্যে তিনজনই বাঙালি। এই প্রথম ফিজিক্স লিগ অ্যাক্রস নিউমেরাস কান্ট্রিস ফর কিক অ্যাস স্টুডেন্টস (প্ল্যাগঙ্কস) প্রতিযোগিতায় এত ভাল ফলাফল দেখাল ভারত। ‘বিগ ব্যাং ব্রেন’-এর অধিকারী কৃতী বিজয়ীরা হলেন সুস্মিত রায়, সিমর নারুলা, অভিক দাস ও ঋতব্রত ঘোষ। আপ্লুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিজের এক্স হ্যান্ডেলে (X-Handle) কৃতীদের অভিনন্দন জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) লেখেন, “বিশ্বমঞ্চে মেধার কঠোর আন্তর্জাতিক পরীক্ষায় শীর্ষ স্তরের স্বীকৃতি ছিনিয়ে আনার জন্য অভিনন্দন জানাই জয়ী চার তরুণ ভারতীয়-বাঙালিকে। আন্তর্জাতিক তাত্ত্বিক পদার্থবিদ্যার এই কঠিন আন্তঃ-দেশ প্রতিযোগিতায় (PLANCKS 2025) সফল এই চার তরুণের দলে তিনজনই বাঙালি এবং বাংলার সরকার তাতে বিশেষভাবে আনন্দিত। চারজনকেই আমি এই অভূতপূর্ব বিশ্বস্তরের সাফল্য প্রাপ্তিতে অভিনন্দন জানাই।
পদার্থবিদ্যার এই জগৎজোড়া পরীক্ষার ২০২৫ সংস্করণটি (PLANCKS 2025) হয় স্পেনের বার্সিলোনায় এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের এই তরুণ আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীরা সেই প্রতিযোগিতায় বিশ্বে ষষ্ঠ স্থান অর্জন করেছে। এই সুকঠিন আন্তর্জাতিক প্রতিযোগিতায় কোনও ভারতীয় শিক্ষার্থী দল এর আগে এতো ভাল ফল করেনি। এই দলেই আছে সিমর নিরুলা, ঋতব্রত ঘোষ, সুস্মিত রায় এবং অভীক দাস। ঘোষ-রায়-দাসেরা আমাদেরই ছেলে। অভীক মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে শীর্ষস্তরের সাফল্য পেয়েছিল। চাকদহর ঋতব্রত ও সুস্মিতও ধারাবাহিক সাফল্য পেয়েছে। এখন কঠিন আন্তর্জাতিক মেধা প্রতিযোগিতায় এই বিপুল সাফল্য পেয়ে তারা আমাদের আরও গর্বিত করল।
এদের স্নেহশীল পিতামাতা ও অভিভাবকদের প্রতি এবং শিক্ষক-শিক্ষিকাদের প্রতিও আমার আন্তরিক অভিনন্দন রইল। আমাদের ছেলেমেয়েরা আরও আরও আন্তর্জাতিক সাফল্যের মুকুট ছিনিয়ে আনুক – এই কামনা করব।”

থিওরিটিক্যাল ফিজিক্সের উপর এই প্রতিযোগিতা সবচেয়ে কঠিন ও গুরুত্বপূর্ণ। এই রকম একটি কঠিন প্রতিযোগিতায় বাংলার ৩ মেধার স্বীকৃতি বাস্তবেই অত্যন্ত গর্বের বিষয়।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version