Wednesday, August 20, 2025

একটি নদীর উপাখ্যান, যেখানে বর্ষায় বয়ে চলে রক্তিম জলস্রোত! জানেন কী তার কারণ?

Date:

নদীর জলের রঙ রক্তের মতো লাল। আদতে মনে হবে বয়ে চলেছে রক্তের ধারা। এক পলকেই মন ছুঁয়ে যাওয়া দৃশ্যপট। এহেন অদ্ভুত নদীর দেখা মিলবে দক্ষিণ আমেরিকার পেরুতে। পেরুর কুসকো অঞ্চল দিয়ে প্রবাহিত ওই লাল নদীর নাম পুকামায়ু। স্থানীয় কেচুয়া ভাষায় ‘পুকা’ কথাটির অর্থ লাল। আর ‘মায়ু’ অর্থে নদী। পুকামায়ু মানে লাল নদী। কিন্তু কেন এই নদীর জলের ধারা লাল? স্থানীয়দের মতে, নদীর জলের লাল রঙ মাটির বিভিন্ন কাদামাটির স্তরে খনিজ জমা থাকার কারণে। এটি পাহাড় থেকে নির্গত আয়রন অক্সাইডের ফলে ঘটে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে বর্ষাকালে নদীতে আয়রন অক্সাইডের মাটি অতিমাত্রায় প্রবাহিত হতে শুরু করে, যার ফলে নদীর জল গাঢ় লাল হয়ে যায়। স্থানীয়রা বলেন, এ প্রকৃতির দান। প্রকৃতির চেয়ে যে ভালো শিল্পী আর কেউ নেই, এটা তারই প্রমাণ। প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি দক্ষিণ আমেরিকার দেশ পেরুর কুসকো অঞ্চলের পুকামায়ু নদী। নদীকে নীল রঙের পরিবর্তে প্রাণবন্ত লাল রঙের জল দিয়ে ভরে দিয়েছে প্রকৃতি। সম্প্রতি এক্স হ্যান্ডেলে একটি পুরনো ভিডিও ভাইরাল হওয়ার পর ইন্টারনেটে দুনিয়ায় লাল জলধারার নদীটি বেশ আলোড়ন ফেলে দিয়েছে। প্রকৃতির এই অদ্ভুত সৃষ্টি দেখে অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা।

দক্ষিণ আমেরিকার ওই অঞ্চলে পাহাড় থেকে নির্গত আয়রন অক্সাইডের ফলেই জলের রং লাল। বর্ষাকালে বৃষ্টিপাতের উপচে পড়া জলে অপরূপ হয়ে ওঠে নদী। প্রবাহিত হয় লাল জলধারা। বছরের বাকি সময় এই নদীর জলের স্রোত বাদামি রঙ ধারণ করে। নদীটির উৎপত্তি পালকোয়ো রেইনবো পর্বত থেকে। পাহাড়টিতে বহুবর্ণের পাললিক স্তর রয়েছে।পেরুর এই লাল নদীকে নিয়ে নেটিজেনরা লিখেছেন, ঈশ্বর আমাদের পৃথিবীকে অবিশ্বাস্য যত্ন এবং নির্ভুলতার সাথে ডিজাইন করেছেন।

 

Related articles

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের।...

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...
Exit mobile version