Saturday, August 23, 2025

বেহাল রাস্তার অভিযোগ জানাতে বিধানসভায় বসছে ড্রপবক্স, ঘোষণা পূর্তমন্ত্রীর

Date:

পানীয় জলের পর এবার বেহাল রাস্তা নিয়ে জনপ্রতিনিধিদের অভিযোগ জানাতে বিধানসভায় বসছে ড্রপ বক্স। বুধবার অধিবেশনে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে পূর্তমন্ত্রী পুলক রায় ( Pulak Roy,Minister of Public Health Engineering in the Government of West Bengal)এই ড্রপ বক্স বসানোর কথা ঘোষণা করেন। এদিন একাধিক বিধায়ক রাস্তার বেহাল অবস্থা নিয়ে অভিযোগ তোলেন। এরপরই অধ্যক্ষ বিধায়কদের অভিযোগ জানানোর জন্য বিধানসভায় একটি ড্রপ বক্স রাখার জন্য নির্দেশ দেন। জমা পড়ার দু’দিনের মধ্যে অভিযোগ খতিয়ে দেখে সংশ্লিষ্ট আধিকারিক ব্যবস্থা নেবেন। অধ্যক্ষ বলেন, “এত মানুষ হাত তুলছেন রাস্তা নিয়ে প্রশ্ন করার জন্য‌। সত্যি কথা বলতে বর্ষায় রাস্তার অবস্থা খুবই খারাপ হয়েছে। কোথায় কোথায় রাস্তা খারাপ তা জানানোর জন্য বিধানসভায় একটা ড্রপ বক্স রাখার জন্য মন্ত্রীকে বলছি। যারা রাস্তা নিয়ে অভিযোগ জানাতে চান তারা দুই দিনের মধ্যে ওই ড্রপ বক্সে অভিযোগ জমা দিন।”

মন্ত্রী পুলক রায় জানান, বৃহস্পতিবার থেকেই বিধানসভায় ওই ড্রপ বক্সের ব্যবস্থা চালু করা হবে। সম্প্রতি উত্তরবঙ্গের বৈঠক থেকে এ ব্যাপারে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ভারী যানবাহন চলাচলের ফলেই গ্রামের রাস্তা দ্রুত ভেঙে পড়ছে।
উত্তরবঙ্গের ওই বৈঠক থেকে ডিজির উদ্দেশে মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন, “এটা সিরিয়াসলি দেখো। আমরা রাস্তা তৈরি করব, আর ওভারলোডিং গাড়ি পুলিশ যেতে দেবে, এটা হতে পারে।” কেউ নির্দেশ না শুনলে তাঁর বিরুদ্ধে এফআইআর করার নির্দেশও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বছর দুয়েক আগে পানীয় জলের সংযোগ নিয়ে জনপ্রতিনিধিদের অভিযোগ নথিভুক্ত করতে জনস্বাস্থ্য কারিগরি দফতরের উদ্যোগে বিধানসভায় ড্রপ বক্স বসানো হয়েছিল।

Related articles

আর জি কর মামলা: সুদীপ্ত রায়ের বাড়িতে CBI তল্লাশি

আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে (R G Kar Madical College And Hospital) আর্থিক নয়ছয়ের তদন্তে শ্রীরামপুরের তৃণমূল...

বাংলার ‘ফাইল’ খুলতে এসে খুলে গেল বিবেকের জ্ঞান: জানেন না অবনীন্দ্রনাথের নাম!

তাঁর যত কাজ সবই বিজেপি বিরোধী রাজ্যগুলিকে টার্গেট করে। রাজ্যগুলিকে বদনাম করতে বিজেপির তালিমে তিনি পারদর্শী হয়েছেন যথেষ্ট।...

ক্ষমা চাইলেন ‘ধূমকেতু’ পরিচালক, নচিকেতাকে খোলা চিঠি কৌশিকের

'ধূমকেতু' (Dhumketu)সাফল্য উপভোগের মাঝেই হঠাৎ করে নিজের করা কাজের জন্য ক্ষমা চাইলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। 'স্মৃতি...

মোলিনার কোচিংয়ে খেলার জন্যই মোহনবাগানে মেহতাব সিং

ক্লাবের নাম মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG) এবং যার কোচ হোসে মোলিনা (Jose Molina)। এই দুটো নামের জন্যই কলকাতার বাকি ক্লাবকে...
Exit mobile version