Sunday, November 2, 2025

স্নানযাত্রায় উৎসবমুখর দিঘা, পৌঁছল মুখ্যমন্ত্রীর বাড়ির আম-কাঁঠাল

Date:

স্নানযাত্রার প্রস্তুতিতে চূড়ান্ত পর্ব সারা দিঘার জগন্নাথ মন্দিরে। সেই উৎসবে নতুন রঙ যোগ করল মুখ্যমন্ত্রীর বাড়ির আম-কাঁঠাল। প্রথমবার দিঘায় জগন্নাথের (Lord Jagannath) স্নানযাত্রায় পরিবেশিত হতে চলেছে যে ভোগ, তার সঙ্গে যুক্ত হবে সেই উপহারও। সেই উদ্দেশ্যেই বুধবার স্নানযাত্রার (Snan Yatra) আগেই দিঘায় (Digha) পৌঁছে গেল আম-কাঁঠাল।

নিজের বাড়ির গাছ ও ফলের সুখ্যাতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) অনেক সময়ই করতে শোনা গিয়েছে। বাড়িতে ভালো ফুল ফুটলে তার ছবিও তিনি সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন। রাজ্যের অন্যতম উৎসবে তাই তিনি নিজের বাড়ির ফল অর্পণ করবেন না, তা যেন হয় না। তাই স্নানযাত্রায় (Snan Yatra) নিজের বাগানের আম-কাঁঠাল মুখ্যমন্ত্রী নিবেদন করলেন প্রভু জগন্নাথের (Lord Jagannath) উদ্দেশ্যে।

দিঘায় (Digha) এই প্রথম জগন্নাথ দেবের স্নানযাত্রা। সকাল থেকে জগন্নাথ মন্দিরে শুরু হয়ে গিয়েছে না না উপচার। স্নানযাত্রার পর যখন ৫৬ ভোগ অর্পণ করা হবে সেখানেই জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে মুখ্যমন্ত্রীর বাড়ির আম ও কাঁঠাল দেওয়া হবে। মন্দির ট্রাস্টের সদস্য রাধারমন দাস বলেন, “মুখ্যমন্ত্রীর বাড়ির গাছের আম ও কাঁঠাল ইতিমধ্যে দিঘার জগন্নাথ মন্দিরে (Jagannath temple) এসে পৌঁছেছে। তা আজ ভগবানকে ৫৬ ভোগের সাথে অর্পণ করা হবে।”

ইতিমধ্যে জগন্নাথের স্নানযাত্রার জন্য ইসকন (ISCKON) থেকে এসেছে ৩০ জন সন্ন্যাসী। তারাই ১০৮ টি তীর্থক্ষেত্রের জল দিয়ে স্নান করানোর দায়িত্বে তাঁরাই। তার আগে খোল কর্তালের মাধ্যমে পাহাণ্ডী বিজয় উপচার। ১০৮ টি তীর্থক্ষেত্রের জলের সঙ্গে মেশানো হবে কাঁচা দুধ, আতর ও চন্দন। এই স্নানযাত্রার পরে রাতে গজবেশে দেখা দেবেন জগন্নাথ। এরপরই বিধি অনুযায়ী তাঁর জ্বর আসবে। তিনি অন্তঃপুরে যাবেন এক পক্ষের জন্য।

Related articles

নাম ছিল না ২০০২ সালের তালিকায়: SIR আতঙ্কেই মৃত্যু জামালপুরের বিমলের

রাজ্যের পরিযায়ী শ্রমিকরা যে সময়ে ভিন রাজ্যে কাজের তাগিদে রয়েছেন, সেই সময়ে এসআইআর প্রক্রিয়া চলার কারণে যেন কোনওভাবেই...

মঞ্চে সাউন্ডচেকের সময় ঝামেলা, পেশাদারিত্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় তরজা জোজো – পৌষালীর!

একই মঞ্চে অনুষ্ঠান করতে গিয়ে দুই জনপ্রিয় শিল্পীর সাউন্ড টিমের ঝামেলার জেরে সোশ্যাল মিডিয়ায় দুই গায়িকার (Female Singers)...

মেক্সিকোর মার্কেটে বিস্ফোরণ, মৃত ২৩ শিশু! আহত অন্তত ১১

মেক্সিকোর সোনোরা প্রদেশের হারমোসিলো শহরের সুপার মার্কেটে ভয়াবহ বিস্ফোরণের (supermarket explosion in mexico) জেরে ২৩ জন শিশুর মৃত্যুতে...

বাংলাদেশি সন্দেহে বর্বরতার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

ফের বিএসএফের (BSF) বিরুদ্ধে বর্বরতার অভিযোগ! নদীয়ার চাপড়া থানার হাটখোলা গ্রামে এক স্থানীয় কৃষককে 'বাংলাদেশি' সন্দেহে মারধরের অভিযোগ...
Exit mobile version