Wednesday, November 5, 2025

রাজ্যের বিরোধী দলনেতা প্রতিদিন যাদের পাশে নিয়ে বিধানসভা থেকে ওয়াক আউট করেন, ছবি তোলার নাটক করেন, তিনি জানেনই না তাদের মধ্যে কতজন বিজেপি থেকে ওয়াক আউট করার মতো অবস্থায় আছেন। এভাবেই সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতাকে ধুয়ে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।

বুধবার বিজেপি ও বিরোধী দলনেতাকে তীব্র আক্রমণ করে কুণাল ঘোষ বলেন, বিধানসভায় বিজেপির আর বলার কিছু নেই। একদিকে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা। তারা বাংলার টাকা দিচ্ছে না। পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রী রাজ্যের ঢালাও উন্নয়ন করছেন। ফলে মাঝখানে ঝুলে রয়েছে বিজেপির এই পরিষদীয় দল। তাদের বলার কিছু নেই। একে তো তারা সভার ভিতরে কিছু বলতে পারে না, তাই বাইরে এসে এসব নাটক করে, ছবি তোলে। ভিতরে তাদের বলার কিছু নেই। তথ্য, পরিসংখ্যান সবই তাদের বিরুদ্ধে। তারা বাংলার বন্ধু নয়, শত্রু। বাংলাকে অপমান করে। বিজেপি এখনও জানে না এদের কতজন তাদের সঙ্গে আছেন। ৭৭ জন জিতেছিল, এখন কমে ৬০ থেকে ৬২ জন। তাদের মধ্যে অনেকেই বিজেপি থেকে ওয়াক আউট করবে, সেটা কি বিরোধী দলনেতা জানেন। এদিক থেকে দিনক্ষণ, তারিখ পেলেই দেখবেন তাঁরাও বিজেপি থেকে ওয়াক আউট করেছেন। এঁরাও সবাই তার সঙ্গে নেই।

একই সঙ্গে এদিন দিঘার জগন্নাথধাম নিয়ে বিরোধী দলনেতাকে আক্রমণ করেন কুণাল। বলেন, বিরোধী দলনেতা নিজেকে একজন সনাতনী হিন্দু বলে দাবি করেন, অথচ বাড়ি থেকে মাত্র ৩০ কিমি দূরে গিয়ে প্রণাম করে আসতে পারেন না। উল্টে জগন্নাথধাম নিয়ে কুৎসা করে বেড়ান। অথচ মন্দির তৈরির সময় মুখ্যমন্ত্রীর পাশে তিনিই ছিলেন।

আরও পড়ুন – নদীভাঙন রোধে নীরবতা! কেন্দ্রের বিরুদ্ধে বিধানসভায় তীব্র ক্ষোভ প্রকাশ মন্ত্রী মানস ভুঁইয়ার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version