বিধানসভার বাদল অধিবেশনের দ্বিতীয় দিনে ভিতরের মুখ্যমন্ত্রীর বক্তব্যকে বিকৃত করে প্রকাশ করে প্রচারের আলোয় থাকার চেষ্টা চালিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। মুখ্যমন্ত্রীর নামে বিকৃত মন্তব্য করে মিথ্যা ভাসনে বাজার গরম করার যে খেলা বিরোধী দলনেতা চালিয়েছিলেন, বুধবার তার পাল্টা তাঁর নামে স্বাধীকার ভঙ্গের প্রস্তাব (privilege motion) আনল শাসকদল তৃণমূল। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) স্পষ্ট করে দিলেন কেন স্বাধীকার ভঙ্গের নোটিশ দেওয়া হয়েছে।

বুধবার বিধানসভায় বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের প্রস্তাব আনার পরই বিধানসভায় (state assembly) শোরগোল শুরু করেন বিজেপি বিধায়করা। বিধানসভার বাইরে পেশ করা বিরোধী দলনেতার বক্তব্যে কেন স্বাধীকার ভঙ্গের নোটিশ, তা নিয়ে প্রশ্ন তুলে ফের বিতর্ক তৈরির চেষ্টা করেন বিজেপি বিধায়করা।

এদিন বিজেপির সেই মিথ্যাচারের জবাব দিয়ে দেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। তিনি বলেন, কোনও জায়গায় মুখ্যমন্ত্রী (Chief Minister) কখনও শত্রুদেশ, এখানে পাকিস্তানের পক্ষে কোনও কথা বলেননি। এমন কোনও অভিযোগ বিরোধী পক্ষরা যখন রাখছিল তখন তাঁরা রাখেননি। মুখ্যমন্ত্রী শুধুমাত্র সেননীদের কুর্নিশ জানিয়েছেন, সম্মান জানিয়েছেন। কোথাও শত্রুদেশের পক্ষে কথা বলেননি। এমনকি এটাও বলেছেন এই যে এই শত্রুদেশকে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় জায়গায় দেওয়া হচ্ছে, তবে কী কোথাও কূটনৈতিক ব্যর্থতা রয়েছে। তার মানে কূটনৈতিক ব্যর্থতাকে দেখে নিয়ে ঠিক করার কথা বলেন।

অধিবেশনের পরে বিরোধী দলনেতার আচরণ নিয়ে মন্ত্রী বলেন, অবাক হয়ে দেখলাম, বিরোধী দলনেতা (Suvendu Adhikary) হাউসের ভিতরে এমন অভিযোগ করেননি। বাইরে বেরিয়ে সংবাদ মাধ্যমের কাছে বললেন পাকিস্তানের হয়ে ব্যাট করছেন। তারপরে আরও অনেক কিছু বলেছেন যা সংবাদ মাধ্যমের নথিতে রয়েছে। কাকে সমর্থন করছেন, জঙ্গিদের সমর্থন করছেন। এই কথা হাউসের ভিতরে হয়নি। সেই অভিযোগ তিনিও তোলেননি হাউসের ভিতর।

সেখানেই স্বাধীকার ভঙ্গের (Privilege motion) প্রস্তাব কেন যুক্তি সঙ্গত, সেই কারণ দেখিয়ে চন্দ্রিমা স্পষ্ট করে দেন, এই যে অসত্য কথা বলা, মানুষকে বিভ্রান্ত করা। এটা চলতে পারে না। তাই তার বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের প্রস্তাব আনা হয়েছে। ঘটনাটা হাউসের ভিতরে যা হয়েছে সেই ব্যাপারটা নিয়ে। হাউসের (state assembly) ভিতরে বলা হয়েছে, না হয়নি তার জন্য। হাউসের বাইরে বলছি মানেই হাউসের বাইরে অসত্য বলতে পারব, এটা হতে পারে না। তার জন্য স্বাধীকার ভঙ্গের প্রস্তাব।

–

–

–

–

–

–
–
–
–